কল্পতরু মমতা, ৬০% নাম্বারেই পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ করোনার আবহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফল সমস্ত বোর্ডের পরীক্ষাই বাতিল করে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। আর তাই বিশেষ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে ইতিমধ্যেই ফলাফল প্রকাশ করেছে রাজ্য। ১০০% ছাত্রছাত্রীকে এবার পাশ ঘোষিত করা হয়েছে। যেহেতু হলে বসে কোনরূপ মূল্যায়ন হয়নি, সেই কারণে ছাত্র-ছাত্রীদের নম্বর এসেছে আগের নম্বরের ভিত্তিতে। মাধ্যমিকে এবার প্রথম স্থানও অর্জন করেছে অনেক বেশি ছাত্র-ছাত্রী।

বৃহস্পতিবার সেই কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিতেই একটি অনুষ্ঠান আয়োজন করেছিল রাজ্য সরকার। ভার্চুয়াল এই অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন প্রায় ১৭০০ ছাত্র-ছাত্রী। প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রীকেই এদিন ল্যাপটপ উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সাথে সাথেই করেন একাধিক ঘোষণাও। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পড়ুয়াদের সুবিধার জন্য “কেরিয়ার গাইড” একটি পোর্টাল তৈরি করেছে রাজ্য। যা আগামী দিনে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে। তিনি বলেন, “ল্যাপটপ বা কম্পিউটারে এই পোর্টাল দেখে নাও তোমরা। তাতে পড়াশোনা সংক্রান্ত সব তথ্য থাকবে। তোমাদের সুবিধা হবে।”

সাথে সাথেই মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে বলেন, এবার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা। আগে এই স্কলারশিপ পেতে হলে নূন্যতম ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন হতো। তার এই ঘোষণা স্বাভাবিকভাবেই খুশি সদ্য সদ্য বোর্ডের পরীক্ষা পাশ করা ছাত্র-ছাত্রীরা। কারণ অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই স্কলারশিপ। আর সেই কারণেই বিধি নিয়ম এবার কিছুটা শিথিল করলেন মুখ্যমন্ত্রী।

delhi school students private schools 0

তবে ছাত্র-ছাত্রীদের শুধু পড়াশোনাই নয়, পাশাপাশি ভালো মানুষ এবং প্রতিবাদী হওয়ারও বার্তা দেন মমতা। আগামী দিনে তারা আরও বড় হোক একথা জানিয়ে তিনি বলেন, “তোমাদের জীবনে নতুন ভোর আসুক।” উত্তরবঙ্গ সহ বাংলার প্রতিটি জেলায় আজ জেলাশাসকের দপ্তরে উপস্থিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি দেখা করলেন মুখ্যমন্ত্রী।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর