অন্তর্বাস পড়েই ট্রেনের মধ্যে ঘুরছিলেন বিধায়ক! আপত্তি জানাতেই বচসায় জড়ালেন সহযাত্রীদের সঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ নিজের আচরণের জন্য সংবাদ শিরোনামে থাকা বিহারের ক্ষমতাসীন জনতা দল ইউনাইটেডের বিধায়ক গোপাল মণ্ডল (gopal mandal), আবারও নতুন বিতর্কের শীর্ষে এসেছেন। পাটনা থাকে দিল্লী যাওয়ার সময়, তাঁর করা আচরণে হইচই পড়ে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে। সহযাত্রীরা আপত্তি জানালে নম্র হওয়ার বদলে, উলটে তাঁদের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিধায়ক।

সূত্রের খবর, পাটনা-দিল্লী তেজাস ট্রেনে ভ্রমণকালে বিধায়ক গোপাল মণ্ডলকে অন্তর্বাস পড়েই ট্রেনের মধ্যে ঘুরতে দেখা যায়। কিন্তু তাঁর এই আচরণের প্রতিবাদ করতে গেলে সহযাত্রীদের সঙ্গেই বচসায় জড়ান বিধায়ক। এমনকি উলটে তাঁদের গুলি করার হুমকিও দেন তিনি।

সেই ট্রেনে গোপাল মণ্ডলের সহযাত্রী প্রহ্লাদ পাসওয়ান অভিযোগ করেছেন, বিধায়কের এহেন আচরণের বিরোধিতা করতে গেলে, গোপাল মণ্ডল রেগে গিয়ে প্রহ্লাদ পাসওয়ানের মা বোনের উপর নিজের রাগ দেখাতে থাকেন এবং গালিগালাজ করেন। তিনি আরপিএফ-র কাছে অভিযোগ জানান, বিধায়ক তাঁকে গুলি করার হুমকিও দেয়। প্রহ্লাদ পাসওয়ান আরও জানিয়েছেন, বিধায়কের এই আচরণের জন্য তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন।

এবিষয়ে বিধায়ক গোপাল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়না। তবে এই ঘটনার পরবর্তীতে বিধায়কের বন্ধু কুণাল সিং জানিয়েছেন, গোপাল মণ্ডল ডায়াবেটিসের রোগী এবং জরুরি কাজের জন্য তিনি দিল্লী যাচ্ছিলেন। ওনার ওজন বেশি হওয়ার কারণে, সম্পূর্ণ পোশাক পড়ে উনি বাথরুমে যেতে পারেন না। আর সেই কারণেই ট্রেনে উঠে তাড়াহুড়োতে উনি অন্তর্বাস পরেই বাথরুমে চলে গিয়েছিলেন।

Smita Hari

সম্পর্কিত খবর