বাংলা হান্ট ডেস্কঃ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু ওষুধের দাম অবশেষে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ওষুধের দাম ক্রমাগত বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই সমস্যার মুখে পড়েছেন রোগী এবং তার আত্মীয় পরিজনেরা। এবার এই সমস্যা থেকে সাধারণ মানুষকে কিছুটা মুক্তি দিতে বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে এই প্রয়োজনীয় ওষুধগুলির তালিকা।
সূত্রের খবর অনুযায়ী মূল্য সংশোধনের তালিকাটিতে ৩৯ টি নতুন ওষুধের নাম যুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ক্যানসার, ডায়াবেটিস, টিবি, এইচআইভি এবং বেশ কিছু অ্যান্টিভাইরাল ওষুধ। সংশোধনীর পর এই তালিকা থেকে ১৬ টি ওষুধ বাদ পড়ায় এখন মোট ৩৯টি ওষুধকে স্থান দেওয়া হয়েছে এই তালিকাতে। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে তুলে দেওয়া হয়েছে এই বিশেষ লিস্টটি।
এখন কেন্দ্রীয় মন্ত্রক সীলমোহর দিলেই কমতে পারে এই নিত্য প্রয়োজনীয় ওষুধগুলির দাম। স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে ওষুধ ও স্বাস্থ্য পণ্য সম্পর্কিত স্থায়ী কমিটি এই তালিকাটির মূল্যায়ন করবে। সর্বশেষে নীতি আয়োগের সদস্য ভি কে পালের নেতৃত্বে SCAMHP-এর সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত মূল্য নির্ধারণ করবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
তবে এক্ষেত্রে দাম কমলে যে অনেকটাই উপকার পাবে সাধারণ মানুষ, তা বলাই বাহুল্য। কারণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাথে ক্রমশই বেড়ে চলেছে প্রয়োজনীয় ওষুধের দামও। যার জেরে বিশেষত এই করোনা কালে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট সমস্যায় রয়েছে সাধারণ মানুষ।