নায়িকাদের সম্মান নিয়ে খেলেছিলেন এই ভিলেনরা, তাঁদের মেয়েরাই আজ বলিউডের সুন্দরী অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: প্রতি মুদ্রার দুটো পিঠ হয়ই। তেমনি প্রতিটি মানুষের মধ‍্যেই খারাপ এবং ভাল দুই গুণই আছে। ভালদের পাশাপাশি খারাপেরও মার্কের নেহাত কম কিছু না। বিশেষত বলিউডে ভিলেন এর উপর নির্ভর করেও ছবি হিট বা ফ্লপ হয়েছে। অজ জেনে বলিউডের (bollywood) সর্বকালীন কয়েকজন সেরা ভিলেনের (villain) সুন্দরী মেয়েদের ব‍্যাপারে।

শ্রদ্ধা কাপুর– সমকালীন বলিউডের অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম শ্রদ্ধা। মিষ্টি মেয়ের ততোধিক মিষ্টি অভিনয়ের ভক্ত আজ সমগ্র বলিউড। শ্রদ্ধা যে জনপ্রিয় ভিলেন শক্তি কাপুরের কন‍্যা তাও অনেকেই জানেন।

shakti shraddha new f
ঋতু শিবপুরী– বলিউডের ইতিহাসে সেরা ভিলেনদের মধ‍্যে একজন ওম শিবপুরী। ১৯৭৮ এর ডন সহ বেশ কয়েকটি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে দুই সন্তানের বাবা ওম শিবপুরী। তাঁর মেয়ে ঋতু শিবপুরী একজন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল।

om shivpuri daughter
নম্রতা পুরি– মোগ‍্যাম্বো খুশ হুয়া, বলিউডের এই কালজয়ী সংলাপ কে না জানে। অথবা যা সিমরন যা, জি লে আসনি জিন্দেগি। এই সংলাপগুলি উচ্চারিত হলেই যে মুখটা চোখের সামনে ভেসে ওঠে তা অমরেশ পুরির। তবে পর্দায় যতই খল চরিত্র হোক না কেন, বাস্তবে কিন্তু আর পাঁচজন বাবার মতোই অমরেশ পুরি। তাঁর মেয়ে নম্রতা পুরি একজন জনপ্রিয় মডেল।

Namrata Puri daughter of Amrish Puri
প্রেমা ডেনজংপা– নব্বইয়ের দশকের আরেক পরিচিত খলনায়ক ড‍্যানি। তাঁর মেয়ের নাম প্রেমা ডেনজংপা। সৌন্দর্যের দিক থেকে বলিউডের তাবড় সুন্দরীদের বলে বলে গোল দিতে পারেন প্রেমা।

dany

শ্রুতি খারবান্দা– হালের ওয়েব সিরিজের পরিচিত মুখ। খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জিতেছেন কূলভূষণ খারবান্দা। তাঁর মেয়ে শ্রুতি এখনো বলিউডে পা না রাখলেও সৌন্দর্যের দিক থেকে যথেষ্ট প্রশংসার দাবিদার।

66810822

ত্রিশলা দত্ত– বলিউডের সঞ্জুবাবা অর্থাৎ সঞ্জয় দত্তের বড় মেয়ে ত্রিশলা। একাধিক স্ত্রীর পাশাপাশি অগুন্তি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সঞ্জয়। ত্রিশলা এদেশে থাকেন না। বাবার সঙ্গে তাঁর সম্পর্কও বিশেষ ভাল নয় বলেই শোনা যায়। তবে হটনেসের দিক দিয়ে তারকাদের টেক্কা দিতে পারেন ত্রিশলা।

Niranjana Nag

সম্পর্কিত খবর