বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছের বিভিন্ন পদের প্রতি বঙ্গসন্তানের দুর্বলতা কারোরই অজানা নয়। বিদেশে গিয়েও বাঙালি খাবারের খোঁজ করেন অনেকেই। বিশেষ করে যদি একটু ভাত আর মাছের ঝোল পাওয়া যায় তাহলে ব্যাপারটা একদম জমে ক্ষীর! শ্রীলেখা মিত্রও (sreelekha mitra) ব্যতিক্রম ন এ বিষয়ে। আসলে তো বাঙালিই! কিন্তু এক প্লেট মাছের ঝোল খেতে গিয়ে যে পকেটে এমন ছ্যাঁকা খেতে হবে তা কি আর বুঝতে পেরেছিলেন শ্রীলেখা!
গল্পটা খোলসা করেই বলা যাক। শ্রীলেখাকে যারা ফলো করেন তারা সকলেই জানেন আপাতত ইউরোপে আছেন অভিনেত্রী। ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছেন তিনি। এতদিন সুইজারল্যান্ড ঘুরে সদ্য পা রেখেছেন ভেনিসে। সম্প্রতি শহরের সৌন্দর্য দেখে রাতের খানাপিনা সারতে এক রেস্তোরাঁয় ঢুঁ মারেন শ্রীলেখা।
সেখানেই তাঁর চোখ আটকায় এক সুপুরুষ ওয়েটারের দিকে। আর কে না জানে শ্রীলেখা সৌন্দর্যের পূজারিণী। সঙ্গে সঙ্গে তলব সেই ওয়েটারকে। তাঁর কথা মতোই অর্ডার করে ফেললেন এক মাছের ডিশ। দামের কথা জিজ্ঞাসাও করলেন না। তার ফল কিছুক্ষণ বাদেই উপলব্ধি করেন অভিনেত্রী।
খাবার খেতে তো দারুন সুস্বাদু ছিল। কিন্তু বিল হাতে পেতেই বিষম খেলেন শ্রীলেখা। খাবারের বিল হয়েছে ৬৭.২০ ইউরো, ভারতীয় মুদ্রায় যা পাঁচ হাজারেরও বেশি। অভিনেত্রীর মাথায় হাত। হ্যান্ডসাম পুরুষ দেখে ক্ষণকাল না ভুলে দামটা জিজ্ঞাসা করে নিলেই আর এ ভুল হত না। কিন্তু এখন আর মাথা চাপড়ে কী হবে! যা হওয়ার তা তো হয়েই গিয়েছে।
তাই সেই মাছের ডিশের ছবি চটপট ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ফেলেছেন শ্রীলেখা। ভোলেননি এই দুর্ঘটনার নায়ক সেই সুপুরুষ ওয়েটারকেও। আর যে ডিশ খেয়ে প্রশংসা করেছিলেন সেই মাছই এখন শ্রীলেখার কাছে ‘কালনাগিনী’!
প্রসঙ্গত, ভেনিস চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। দীর্ঘ ২১ বছর পর কোনো বাংলা ছবি মনোনীত হল ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। তাই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পাড়ি দিয়েছেন ইউরোপে।
গত ৩০ অগাস্ট ৪৬ এ পা দিলেন শ্রীলেখা। এই দিনে পরিবার পরিজনদের সঙ্গে হুল্লোড় করে কাটান তিনি। কিন্তু এবারের জন্মদিনটা একেবারেই অন্য রকম। সুইজারল্যান্ডে বসে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী। তাও আবার খাঁটি বাঙালি পঞ্চব্যঞ্জন দিয়ে। সে দেশের এক বাঙালি পরিবারের অতিথি হয়েছিলেন শ্রীলেখা। তাঁরাই বাঙালি খাবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জন্মদিনের ভোজ খাওয়ান অভিনেত্রীকে।
মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ও চিংড়ি মাছ। ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত দেড়টার সময় ফেসবুকে লাইভ ভিডিও করেন শ্রীলেখা। সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।