বালুচিস্তানে বড়সড় বিস্ফোরণে নিহত ৩ পাক জওয়ান, বাড়তে পারে মৃতের সংখ্যা! চরম আতঙ্ক পাকিস্তানে

   

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বালুচিস্তান প্রান্তের রাজধানী কোয়েটায় রবিবার সকালে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে তিন পাক জওয়ানের মৃত্যু হয়েছে, আর ২০ জন আহত। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

বালুচিস্তান প্রান্তের ডিআইজি এই হামলার ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে ধরা হচ্ছে। আধিকারিকদের মতে এই হামলায় কোনও বড়সড় জঙ্গ সংগঠনের হাত রয়েছে। বোম্ব স্কোয়াড এলাকায় তদন্তে নেমেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জাহির করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর পাকিস্তান একদিকে যেমন আনন্দে মেতে উঠেছে, তেমন অন্যদিকে তাঁদের মনে বড়সড় আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। কারণ, তালিবানরা ক্ষমতায় আসার পর পাকিস্তান বিরোধী তেহরিক-ই-তালিবান জঙ্গি সংগঠনের প্রধান ফকির মোহম্মদকে জেল থেকে মুক্ত করা হয়েছে।

আর এখন সেই ফকিরই পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ চালিয়ে বালুচিস্তানকে পাকিস্তান থেকে স্বাধীন করার সংকল্প নিয়ে নেমেছে। রবিবার বালুচিস্তানের আত্মঘাতী হামলা ফকির মোহম্মদের জেহাদিরাই করেছে নাকি এখনও জানা যায়নি। তবে এই আশঙ্কা সত্যি হলে, পাকিস্তানের জন্য বড়সড় বিপদ অপেক্ষা করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর