তৃণমূলের মঞ্চ থেকে মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়যুক্ত করার বার্তা দিলেন প্রবীণ বামপন্থী নেতা

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে উপনির্বাচন ঘোষিত হয়েছে ভবানীপুরে। মাস শেষ হলেই ফের একবার লড়াইয়ে নামবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এবার প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার তার প্রথম কর্মীসভা ছিল ভবানীপুরে, আর সেই কর্মীসভাতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। রাজ্য যখন বাম তৃণমূল একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে ব্যস্ত। তখন কার্যত তৃণমূলের সভায় এসে মমতাকে বিনা প্রতিদ্বন্দীতায় জয়যুক্ত করার বার্তা দিলেন প্রবীণ বামপন্থী নেতা।

তৃণমূলের মঞ্চ থেকে এদিন প্রবীণ বামনেতা বাদল দাশগুপ্ত বলেন, “আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।” শুধু তাই নয় তিনি এও বলেন , “উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।”

প্রসঙ্গত এদিন মঞ্চ আসার সাথে সাথেই সৌজন্যবোধে তার দিকে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বাদলবাবুর হাত ধরে শারীরিক কুশল সংবাদ নেন তিনি। অন্যদিকে বাদল বাবুও নমস্কার জানান তৃণমূল নেত্রীকে। শরীরে ভাঙনের ছাপ ধরেছে। তবু এই অশীতিপর প্রবীণ আজ মঞ্চ থেকে জয়ধ্বনী তোলেন মমতা ব্যানার্জির নামে। কার্যত তিনি নিজেই এদিন অনুরোধ করেন, মঞ্চ থেকে তিনি কিছু বলতে চান। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তার হাতে মাইক তুলে দেওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতাকে জয়ী করার আবেদন জানান তিনি।

dbbkjc

প্রসঙ্গত, বাদল দাশগুপ্তসহ তার গোটা পরিবার বাম সমর্থক হিসেবে পরিচিত। যদিও এই মুহূর্তে দল ছেড়েছেন বাদলবাবু। রাজনৈতিক মহলের মতে বামপন্থী প্রবীণ নেতার মুখে মমতার জয়গান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বামেদের রণনীতি এখন বেশ কিছুটা দুর্বোধ্য হয়ে উঠেছে বলেই মত বিশ্লেষকদের। একদিকে যেমন সূর্যকান্ত মিশ্রের মতো নেতারা কেন্দ্রে বিজেপি বিরোধিতার জন্য তৃণমূলের হাত ধরার বার্তা দিয়েছেন, তেমনই এও বলা হচ্ছে রাজ্যের প্রয়োজনে বিরোধীতা চালিয়ে যাবেন তারা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর