বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিসিআই। আর তারপর থেকেই এখন একাধিক খবরে সরগরম খেলার দুনিয়া। কারণ নির্বাচকদের বেছে নেওয়া এই দলে রয়েছে বেশ কিছু চমক। একদিকে যেমন চার বছর পর ফের একবার সীমিত ওভারের ক্রিকেটে কামব্যাক করলেন রবীচন্দ্রন অশ্বিন, তেমনি আবার দলে সুযোগ পেলেন না প্রথিতযশা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। চাহালের এই সুযোগ না পাওয়ায় রীতিমত অবাক করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের।
চাহাল এমন একজন বোলার যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে সংগ্রহ করেছেন সবথেকে বেশি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৯টি ম্যাচ খেলে ৬৩টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় দলে এর চেয়ে বেশি উইকেট এখনও পর্যন্ত কারও নেই। শুধু তাই নয় একই ম্যাচে মাত্র ২৫ রান দিয়ে ছয় ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা লেগ স্পিনার। তাই তাকে সুযোগ না দেওয়ায় রীতিমত অবাক সকলে।
এ ঘটনায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন চাহালের স্ত্রী ধনাশ্রী ভার্মাও। দল নির্বাচনের পর ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, “মা সবসময় বলেন, এই সময়টাও পার হয়ে যাবে। মাথা উঁচু করে বাঁচো, দক্ষতা এবং ভালো কাজ সব সময় তোমার পাশে থাকবে। আসল কথা হল এই যে সময়টা ঠিক পার হয়ে যাবে। ঈশ্বর সর্বদাই মহান।” তার এই পোস্ট আবেগপ্রবণ করে দিয়েছে সমর্থকদেরও।
প্রসঙ্গত উল্লেখ্য, চাহালের বদলে বিশ্বকাপের জন্য দলে নেওয়া হয়েছে রহুল চাহারকে। এর কারণও সকলের সামনে তুলে ধরেছেন নির্বাচক চেতন শর্মা। তিনি বলেন, চাহালের তুলনায় রহুল চাহারের বলের গতি অনেক বেশি। আমরা একজন দ্রুতগতির লেগ স্পিনার খুঁজছিলাম, সেই কারণেই দলে সুযোগ দেওয়া হয় রহুল চাহারকে। ১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহীতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। স্পিনার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রহুল চাহার এবং বরুণ চক্রবর্তী।