বাংলাহান্ট ডেস্ক: সদ্য ক্যামেরার মুখোমুখি হয়ে নুসরত জাহান (nusrat jahan) জানিয়েছেন ছেলে ঈশান তার বাবার কাছে সুরক্ষিত আছে। বাবাই ছেলের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। ঈশানের এই বাবার পরিচয় এখনো সামনে না আসলেও নেটিজেনরা কিন্তু দুয়ে দুয়ে চার করেই নিয়েছেন। আপাতত নিজের বালিগঞ্জের বাড়িতেই ছেলেকে নিয়ে উঠলেও মাঝে মাঝেই নাকি যশ দাশগুপ্তের (yash dasgupta) বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। আর তার জেরেই অভিনেতার বাড়ি ছেড়েছেন তাঁর দীর্ঘদিনের ‘সঙ্গিনী’ পুনম ঝা (poonam jha)।
অনেকদিন ধরেই যশের সঙ্গে রয়েছেন পুনম। তাঁর অভিনয় কেরিয়ার, রাজনৈতিক অভিষেক সবেতেই জড়িয়ে ছিল পুনমের সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনে চণ্ডীতলায় বিজেপির প্রার্থী হয়েছিলেন যশ। সে সময় তাঁর প্রচার সফরে সঙ্গী ছিলেন এই পুনম। এমনকি অভিনেতার বাড়িতেই নাকি তাঁর বাবা, মা এবং আগের পক্ষের সন্তানের সঙ্গে থাকতেন পুনম।
থাকতেন, কারণ খবর ছড়িয়েছে এখন নাকি আর যশের বাড়িতে থাকেন না পুনম ঝা। অতি সম্প্রতি অভিনেতার বাড়ি ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু এতদিন ধরে যিনি যশের সমস্ত ভাল মন্দর সঙ্গে জড়িয়ে ছিলেন হঠাৎ করে তাঁর এমন সিদ্ধান্ত কেন? ইন্ডাস্ট্রিতে কানাঘুঁষো যশরতের ‘সম্পর্ক’ এর বাড়বাড়ন্ত সইতে না পেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পুনম।
গত বছর পুজোর সময় থেকেই যশ নুসরতের বিশেষ বন্ধুত্বের গুঞ্জন। যখন তা তুঙ্গে ছিল ঠিক তখনি সকলকে চমকে তৃণমূল সাংসদ নুসরতের বিরোধী দল বিজেপিতে যোগ দেন যশ। অবশ্য তাঁর বিশ্বাস ছিল, রাজনীতি তাঁদের বন্ধুত্বে কোনো ভাঙন ধরাতে পারবে না। রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে যশ হেরে গেলেও জয়ী হয়েছে তাঁর বিশ্বাস।
শোনা যায়, সে সময়টায় নাকি সারাদিন টাই নুসরতের সঙ্গে কাটাতেন অভিনেতা। মাঝরাতে ফিরতেন নিজের বাড়িতে। সেই সময়টাও মুখ বুজে পার করে দিয়েছেন পুনম। তবে নুসরত মা হওয়াতে বোধকরি তাঁর সহ্যের বাঁধ ভাঙলো। গুঞ্জনের অন্ত নেই নেটমহলে। পুনমের ব্যাপারে যশের অবস্থান অবশ্য স্পষ্ট। পুনম শুধুই তাঁর কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন, স্বেচ্ছায়। এমনটাই দাবি যশ দাশগুপ্তের।