ধোনিকে বিশ্বকাপ দলের মেন্টর করার পিছনে হাত রয়েছে এই দুই ব্যক্তির, খোলসা করলেন খোদ জয় শাহ

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। গতকাল বিশ্বকাপের জন্য ১৫ জনের দলও ঘোষণা করেছে বিসিসিআই। তবে দল নির্বাচনের মধ্যে সবথেকে বড় চমক ছিল ব্যাটিং মেন্টর হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির নাম। ধোনি আগেই জানিয়েছিলেন কোচিংয়ের জন্য সেভাবে আগ্রহী নন তিনি। তাই হঠাৎই ব্যাটিং মেন্টর হিসেবে তার নাম সামনে আসায় চমকে গিয়েছিলেন সকলেই।

কার্যত সকলেই এক কথায় মেনে নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এটি বিসিসিআইয়ের একটি দারুন মাস্টার স্ট্রোক। ধোনির কাছে একদিকে যেমন রয়েছে দুটি বিশ্বকাপ, তেমনই টি-টোয়েন্টি ক্রিকেটকে হাতের তালুর মতো চেনেন তিনি। এমনকি আইপিএলেও তার দল চেন্নাই সুপার কিংস অন্যতম সফল দল হিসেবেই পরিচিত। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের পাশে ধোনি থাকায় ভারত যে অনেকটাই উপকৃত হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল ধোনিকে রাজি করানোর নেপথ্যে ছিলেন কে? নেপথ্যে থাকা এই মানুষটির নাম জয় শাহ। পুরোপুরি পরিকল্পনাটাই আসলেই বিসিসিআই সচিবের মস্তিষ্কপ্রসূত। গতকাল প্রেস কনফারেন্সেই তিনি জানিয়েছিলেন, “যতদূর ধোনির সাথে কথা বলার বিষয়, আমি দুবাইয়ে তার সঙ্গে কথা বলেছি। তিনি শুধুমাত্র টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরামর্শদাতা হতে রাজি হয়েছেন এবং আমি আমার সমস্ত সতীর্থদের সাথে এটি নিয়ে আলোচনা করেছি। সবাই এ ব্যাপারে একমত।”

তবে একদিকে যেমন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জয় শাহের ভূমিকা তেমনি অন্যদিকে ধোনিকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে পেতে আগ্রহী ছিলেন অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মাও। কোচ রবি শাস্ত্রীও এ বিষয়ে কোনও আপত্তি তোলেননি। জয় শাহ নিজেই জানিয়েছেন, সকলে সহমত হওয়ার কারণেই ধোনিকে রাজি করাতে কোন অসুবিধা হয়নি তার। প্রসঙ্গত উল্লেখ্য, ধোনি রাজি হওয়ায় খুশি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টুইটে তিনি লেখেন, “দলে মহেন্দ্র সিংহ ধোনির যোগদান করায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অভিজ্ঞতাকে ব্যবহার করার একটি পথ তৈরি হল। বিসিসিআইয়ের এই অফার গ্রহণ করার জন্য এবং দলকে সাহায্য করার জন্য আমি ধোনিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর