বাংলাহান্ট ডেস্কঃ সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড শহরতলি কলকাতায়। জোড়াবাগান থানা এলাকার ৫ নম্বর নিমতলা ঘাট স্ট্রিটের (nimtala ghat street) কাঠের গুদামে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। উত্তেজনা দেখা দেয় এলাকাবাসীর মধ্যে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে ওই এলাকায় এক বাড়িতে বিস্ফোরণের জোরালো আওয়াজ শুনতে পায় এলাকাবাসীরা। ওই বাড়িতে আবার কাঠের গুদাম থাকায়, বাড়িতে লাগা আগুন দ্রুতই সেখানে ছড়িয়ে পড়ে। যার ফলে ঝড়ের গতিতে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনার খরব পেয়ে, তৎক্ষণাৎ সেখানে ছুটে যান মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, ‘ওই এলাকাটি কাঠের গুদামে ভর্তি রয়েছে। পাশাপাশি ঘনবসতি পূর্ণ এলাকাও এটি। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শীঘ্রই এই আগুন না নেভালে, বড় বিপদের সম্ভাবনা রয়েছে। দমকলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করে চলেছে। আতঙ্কিত হবেন না এলাকাবাসীরা’।
ইতিমধ্যেই সেখানে দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। জানা গিয়েছে, সেখানে থাকা বস্তির প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা সমস্যা হলেও, জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। এই ঘটনায় এখনও অবধি কোন হতাহতের খবর নেই। তবে ঠিক কি কারণে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত চলছে।