বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ নিজের ছবির জন্য ঝুলন গোস্বামীকে (jhulan goswami) পেয়েই গেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (srijit mukherjee)। বাঙালি পরিচালকের বলিউড ছবি ‘সাবাশ মিথু’তে ভারতীয় জাতীয় দলের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রের জন্য মুমতাজ সরকারকে (mumtaz sorcar) পছন্দ করেছেন তিনি। এই বিষয়ে এখনো সরাসরি কেউ কিছু না জানালেও মুমতাজের ইনস্টা পোস্ট কিন্তু বলছে অনেক কথাই।
মুমতাজের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে জোর কদমে ক্রিকেটের অনুশীলন চালাচ্ছেন তিনি। ছোট থেকেই বক্সিং, বাস্কেটবলের মতো খেলার সঙ্গে যুক্ত থাকলেও ক্রিকেট নাকি কখনোই সেভাবে নজর কাড়েনি মুমতাজের। তবে এখন নিয়মিত নেট প্র্যাকটিস করছেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন ক্রিকেট নির্ভর একটি বলিউড ছবির জন্যই এত কসরত করছেন তিনি।
তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি মুমতাজ। অপরদিকে মুখে কুলুপ এঁটেছেন সৃজিতও। তবে বলিপাড়ার অন্দরের খবর, সৃজিতের ছবির জন্যই এই অনুশীলন চলছে মুমতাজের। সৃজিতের সাবাশ মিথু ছবিতে ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
https://www.instagram.com/reel/CTl4KAkhT-1/?utm_medium=copy_link
এই ছবিটি প্রথমে পরিচালনার কথা ছিল ‘রইস’ পরিচালক রাহুল ঢোলাকিয়ার। কিন্তু গত জুনে একটি বিবৃতি জারি করে এই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষনা করেন তিনি। তিনি লেখেন, এই প্রোজেক্টটি তাঁর ‘স্বপ্নের ছবি’ ছিল। কিন্তু করোনা সবার শিডিউলই উলট পালট করে দিয়েছে। ব্যতিক্রম নন পরিচালক নিজেও। শুধুমাত্র শিডিউলের সমস্যার জন্য এই ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি। তবে ছবির সঙ্গে যুক্ত সকলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবির আগাম সাফল্যও কামনা করেছেন রাহুল ঢোলাকিয়া।
মিতালী রাজের বায়োপিক ‘সাবাশ মিথু’তে অভিনয় করছেন তাপসী পন্নু (taapsee pannu)। ইতিমধ্যেই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। গত মার্চেই বাইশ গজে প্রশিক্ষণ নেওয়ার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাপসী।