লাইনে ফিরছে অর্থনীতি, জুলাই মাসে শিল্প উৎপাদন বৃদ্ধিতে বড় সফলতা অর্জন করল ভারত

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) জন্য অর্থনৈতিক ক্ষেত্রে এক বড় স্বস্তির খবর এসেছে। শিল্প উৎপাদন (industrial production) জুলাই মাসে ১১.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, যেখানে ২০২০ সালের জুলাইয়ে শিল্প উৎপাদনে ১০.৫০ শতাংশ হ্রাস পেয়েছিল, সেখানে চলতি বছরে তা অনেকটাই বেড়েছে।

ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর জুলাইয়ে শিল্প উৎপাদন জুন মাসের থেকেও ৭.২ শতাংশ বেড়েছে। রিপোর্ট অনুযারে, শিল্প উৎপাদন জুলাইয়ে ১.১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। খনিতে উৎপাদন ১৯.৫ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদন ১১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত বছর এপ্রিল-জুলাই মাসে IIP- এর বৃদ্ধির হার ছিল ২৯.৩ শতাংশ। তবে তা এবার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩৪.১ শতাংশ। ২০২০ সালে করোনা আবহে এই বৃদ্ধির হার ১৮.৭ শতাংশ কমে গিয়েছিল। যার ফলে এবারের এই বৃদ্ধি অর্থণৈতিক দিক থেকে ভারতকে অনেকটাই চাঙ্গা করবে বলে ধারণা করা হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর