বাংলাহান্ট ডেস্ক: গুঞ্জনই সত্যি হল শেষমেষ। পুজোর সময়ে মুখোমুখি টক্কর হতে পারে ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেব (dev) ও জিতের (jeet), খবর ছিল এমনি। শুক্রবার সেই জল্পনা সত্যি করেই জিতের ঘোষনা এল, এই দূর্গাপুজোতেই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি ‘বাজি’। অপরদিকে এ বছরের পুজোতেই মুক্তির অপেক্ষায় আরেক টলিউড সুপারস্টার দেবের দু দুটি নতুন ছবি গোলন্দাজ এবং হবুচন্দ্র রাজা গবুচন্দ্র রাজা।
চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা দেবের দুটি ছবি ও জিতের একটি ছবি। গত বছরেই দেবের দুটি ছবি ‘গোলন্দাজ’ ও ‘টনিক’ এর শুটিংয়ের কথা শোনা গিয়েছিল। এবারের পুজোতেই সেই দুটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু টনিকের প্রযোজক অতনু রায়চৌধুরী জানান বড়দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে আসবে টনিক। পুজোর জন্য অপেক্ষা করছে দেবের অন্য দুটি ছবি।
এতদিন টলিউডে ইদ মানেই ছিল জিতের নতুন ছবি। আর পাঁচজন অভিনেতা অভিনেত্রীদের মতো পুজোয় ছবি মুক্তির পক্ষপাতী নন তিনি। বাজির শুটিং পোস্ট প্রোডাকশনের কাজ অনেকদিন আগেই সারা। গত বছরেই হলে চলে আসার কথা ছিল এই ছবি। কিন্তু করোনার প্রকোপে রিলিজ করা সম্ভব হয়নি জিত ও মিমি চক্রবর্তী অভিনীত বাজি।
তারপর জিৎ ঠিক করেন প্রথা মেনে চলতি বছর ইদেই করবেন ছবি রিলিজ। কিন্তু সেখানেও করোনা কাঁটা। উপরন্তু প্রেক্ষাগৃহগুলিও বন্ধ ছিল সে সময়। অগত্যা প্রথা ভেঙে এবার প্রথম বারের মতো দূর্গাপুজোয় মুক্তি পাচ্ছে জিতের ছবি। আর দর্শকরা উপহার পাচ্ছেন টলি ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের লড়াই।
সেটা হাড্ডাহাড্ডি হবে কিনা তার জন্য অবশ্য পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগেও একই সঙ্গে মুক্তি পেয়েছিল জিতের ‘শত্রু’ ও দেবের ‘পাগলু’। জোর টক্কর শেষে দুটি ছবিই সুপারহিট হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এবারেও। জিৎ ও দেব ছাড়াও অবশ্য নতুন বাংলা ছবি রয়েছে পুজোর জন্য। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় বনি এবং অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত একটি ছবি মুক্তি পেতে চলেছে পুজোয়।