ম্যানচেস্টারের ম্যাচ রিশিডিউল হওয়ায় BCCI-র প্রশংসা করলেন গাভাস্কার, মনে করিয়ে দিলেন ২০০৮-র কথা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সাপোর্ট স্টাফ যোগেশ পারমার হঠাৎই কোভিড আক্রান্ত হয়ে পড়ায় বাধ্য হয়ে বাতিল করতে হয়েছে ভারত ইংল্যান্ড ম্যানচেস্টার টেস্ট। কারণ শুধু যোগেশই নয় তার আগে দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও কোভিড আক্রান্ত হন যার জেরে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। সে কথা মাথায় রেখেই বিসিসিআই এবং ইসিবি মিলে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়। যদিও বিসিসিআই ইতিমধ্যেই জানিয়েছে ম্যাচটি রিসিডিউল করা হবে। আগামী সফরে ভারত যখন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে তখনই খেলা হবে এই টেস্ট ম্যাচটি। এবার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কারও।

একটি চ্যানেলে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “আমাদের ভারতীয়দের ভুলে যাওয়া উচিত নয় যে, ২০০৮ সালে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড দল ভারতে ফিরে আসে। তারা চাইলে বলতে পারত যে আমরা ফিরে আসব না কিন্তু তারা তা করেনি। সুতরাং আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে কেভিন পিটারসন দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনিই ছিলেন সবকিছু। যদি কেপি আসতে অস্বীকার করত, তাহলে সেই সফর শেষ হয়ে যেত। কেপিই সবাইকে রাজি করিয়ে ভারতে এসেছিল।”

প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বাই হামলা ঘটেছিল ২০০৭ সালের ২৬ নভেম্বর। এর দুদিন পরেই অর্থাৎ ২৮ নভেম্বর ভারত ছেড়ে দেশে রওনা দেয় ইংল্যান্ড ক্রিকেট দল। ফলত সেই সিরিজ অসমাপ্তই থেকে যায়। ভারতে আরও দুটি একদিনের ম্যাচ এবং টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু মুম্বাই হামলার কারণে গুয়াহাটি (২৯ নভেম্বর) এবং দিল্লিতে (২ ডিসেম্বর) একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচ বাতিল করা হয়।

IMG 20210819 124543

এরপর ইংল্যান্ড চাইলে হয়তো ভারতে নাও ফিরতে পারত। কিন্তু পরের মাসে আবার ইংল্যান্ড ফিরে আসে এবং ভারতের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলতে সম্মত হয়। যার জেরেই তখন সিরিজ বাতিল করতে হয়নি বিসিসিআইকে। এদিন সেকথাই আবার একবার মনে করিয়ে দিলেন গাভাস্কার। বিসিসিআইকে টেস্ট ম্যাচটিকে রিসিডিউল করার কথা বলেছে সেই সিদ্ধান্তকেও স্বাগত জানালেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর