গত ৭০ বছরের ইতিহাসে এই প্রথম, বিদেশী মুদ্রা সঞ্চয়ে এক অন্যন্য রেকর্ড গড়লো ভারত

বাংলা হান্ট ডেস্কঃ কোন দেশের অর্থনীতি বর্তমানে কতটা শক্তিশালী, তা নির্ণয় করতে গেলে একটি বড় মানক হল বিদেশি মুদ্রা ভান্ডার। যে দেশের বিদেশি মুদ্রা ভান্ডার যত শক্তিশালী, তাদের অর্থনৈতিক পরিস্থিতিও বর্তমানে ততটাই উন্নত। যদিও মনে রাখতে হবে এটি মাত্র একটি মানক। তবে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার বর্তমানে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, যা ভারতের জন্য একটি আশার খবর। রিজার্ভ ব্যাংক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে অর্থাৎ ৩ সেপ্টেম্বর ২০২১ অবধি প্রায় ৮.৮৯৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড ছুঁয়েছে ভারতের বিদেশি মুদ্রা তহবিল। বর্তমানে ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ ৬৪২.৪৫৩ বিলিয়ন ডলার।

একইসঙ্গে বেড়েছে ভারত একটি এফসিএ বা ফরেন কারেন্সি অ্যাসেটও। ৮.২১৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে বর্তমানে ভারতের এফসিএ দাঁড়িয়েছে ৫৭৯.৮১৩ বিলিয়ন ডলারে। অর্থনীতির ক্ষেত্রে আরেকটি বড় মানক হল স্বর্ণের সঞ্চয়। মনে রাখতে হবে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে সোনা বন্ধক রেখে টাকা নেওয়া হয়। এর আগেও ভারতকে এ ধরনের কাজ করতে হয়েছে। তবে বর্তমানে ভারতের সোনার পরিমাণ ৬৪২ মিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ৩৮.০৮৩ বিলিয়ন ডলারে। যা অনেকটাই আশাপ্রদ।

প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত বিদেশি মুদ্রার মূল্য নির্ভর করে আমেরিকান ডলার, ইউরো, ইয়েন প্রভৃতির দাম ওঠানামার উপর। একইসঙ্গে জানিয়ে রাখি, গত সপ্তাহে ভারতের এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটসও বিবেচিত সপ্তাহে ২৯ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এসডিআর হোল্ডিং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ।

IMG 20210904 134555

ভারতের বিদেশি মুদ্রার এই সঞ্চয় বৃদ্ধির বিদেশি মুদ্রার সঞ্চয়ের ক্ষেত্রে সারা বিশ্বের চতুর্থ স্থানে উঠে এলো তারা। এ বিষয়ে রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত। ভারতের আগে থাকা তিনটি দেশ হল চীন, জাপান এবং সুইজারল্যান্ড। এই মুহূর্তে পঞ্চম স্থানে থাকা রাশিয়ার বিদেশি মুদ্রা ভান্ডারের পরিমাণ হল ৬২০.৮০০ বিলিয়ন ডলার। যার তুলনায় অনেকটাই এগিয়ে আছে ভারত। অন্যদিকে আবার ভারতের রিজার্ভ ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ এখন প্রায় ৬৫ হাজার কোটি ডলার। পড়শী দেশ পাকিস্তানের দিকে তাকালে দেখা যায় তাদের রিজার্ভ ব্যাংকের সঞ্চিত অর্থের পরিমাণ মাত্র ২ হাজার ২ কোটি ২০ লক্ষ ডলার। যার জেরে বর্তমানে পাকিস্তানের রিজার্ভ ব্যাংকের গচ্ছিত ধনের অবস্থা ভারতের রিজার্ভ ব্যাংকের মাত্র ৩ শতাংশ।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর