বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Vijay Rupani) নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গুজরাটে আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলেছে, আর এখন থেকেই বিজেপি এবং বিরোধীরা প্রস্তুতি শুরু করেছে। রুপানির ইস্তফার পর গুজরাটে রাজনৈতিক পারদ বেড়েছে। ওনার উত্তরাধিকারী কে হবেন, সেটা নিয়ে অনেক নাম সামনে আসছে।
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর রুপানি বলেন, আমি ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জানাতে চাই যে, তাঁরা আমার মতো কর্মীকে মুখ্যমন্ত্রীর মতো পদে বসিয়েছে। আমার কার্যকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ মার্গদর্শন মিলেছে। ওনার দেখানো পথেই গুজরাটের উন্নয়ন সম্ভব হয়েছে এবং গুজরাট আরও এগিয়ে গিয়েছে।
রুপানি বলেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মার্গদর্শন আমার জন্য অভূতপূর্ব ছিল। এখন আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্বই পালন করব। আমরা পদ না, দায়িত্ব বলি। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি তা পূরণ করেছি। আমরা ২০২২-এর নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়ব আর জয় হাসিল করব।
রুপানির ইস্তফার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকের নামই উঠে আসছে। ওই তালিকায় গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল, গুজরাট বিজেপির সভাপতি সিআর পটেলের নাম সবার উপরে রয়েছে বলে জানা যাচ্ছে।