বাংলা হান্ট ডেস্কঃ আইকোর চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু ভবানীপুরের উপনির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত থাকা এবং করোনার কারণে তিনি আপাতত হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন।
সিবিআইকে ইমেল মারফত নিজের সমস্যার কথা জানিয়েছিলেন পার্থবাবু। আর ওনার ইমেল পাওয়ার পর শিল্পভবনেই পৌঁছে গেল সিবিআই-র আধিকারিকরা।
ক্যামাক স্ট্রিটের শিল্প ভবনে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য পৌঁছেছেন সিবিআই-র আধিকারিকরা। ওই টিমে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তিনজন আধিকারিক।
প্রায় ঘণ্টা খানেক আগে শিল্প ভবনে পৌঁছে যায় সিবিআই-র টিম। গত সপ্তাহেই পার্থবাবুকে সিবিআই-র তরফ থেকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি ভবানীপুরের উপনির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সিবিআই-র দফতরে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। আর ওনার অসুবিধের কথা জানাতেই সিবিআই-র আধিকারিকরা ওনার কাছেই পৌঁছে যান।