ভারতে স্বাস্থ্য পরিষেবায় আসছে বৈপ্লবিক পরিবর্তন, মঞ্জুর হল ৬৪ হাজার কোটি টাকার প্রকল্প

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফ থেকে বুধবার আত্মনির্ভর সুস্থ ভারত যোজনায় (Atmanirbhar Swasth Bharat Yojana) সিলমোহর দেওয়া হয়েছে। এটি ৬৪ হাজার কোটি টাকার যোজনা। এই যোজনার মাধ্যমে দেশের সমস্ত জেলা আর ৩ হাজার ৩৮২ ব্লকে সমন্বিত জনস্বাস্থ্য গবেষণাগার স্থাপন করা হবে।

এই যোজনার ঘোষণা ২০২১-২২ অর্থবর্ষের বাজেট ভাষণে ছয় বছরে মোট ৬৪ হাজার ১৮০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনার সাথে হয়েছিল। স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রালয় দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনা রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অন্তর্ভুক্ত থাকবে।

যোজনার কিছু গুরুত্বপূর্ণ বিষয়

  1. হাইফোকাসে থাকা ১০টি রাজ্যে ১৭ হাজার ৭৮৮টি স্বাস্থ্য আর আরোগ্য কেন্দ্র খোলার জন্য সহযোগিতা করা হবে।
  2. সব রাজ্যে ১১ হাজার ২৪ টি শহুরে স্বাস্থ্য এবং আরোগ্য কেন্দ্রের স্থাপনা হবে।
  3. সমস্ত জেলায় সমন্বিত জনস্বাস্থ্য গবেষণাগার আর ১১ টি উচ্চ ফোকাস রাজ্যের ৩ হাজার ৩৮২টি ব্লকে সার্বজনীন স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা করা হবে।
  4. ৬০২ টি জেলা আর ১২ টি কেন্দ্রীয় সংস্থায় ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল গড়া হবে।
  5. সমস্ত স্বাস্থ্য গবেষণাগারকে এক সূত্রে গাথার জন্য সমস্ত রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য স্বাস্থ্য সূচনা পোর্টাল।
  6. ১৫টি হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও ২টি মোবাইল হাসপাতাল গড়া।
Koushik Dutta

সম্পর্কিত খবর