বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (INDIA) ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫ এর (Agni-V Missile) গর্জন শুনে ঘুম উড়ল চিনের (China)। বেজিং জানে যে, ভারত অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষণ করতে সক্ষম। আর এই মিসাইলের পরীক্ষণ সম্পূর্ণ হলে তাঁর র্যাডারে চিনের অনেক শহরই চলে আসবে। আর এই কারণেই চিন এখন মিসাইলের পরীক্ষণের আগে চাপ সৃষ্টি করতে ভারতকে জাতীসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম মনে করিয়ে দিচ্ছে। চিন বলেছে, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে শান্তি, সুরক্ষা এবং স্থিরতা বজায় রাখা সবার দায়িত্ব।
Agni-V মিসাইলের রেঞ্জ পাঁচ হাজার কিমি পর্যন্ত। এই মিসাইল নিজের সঙ্গে পরমাণু ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম। Agni-V এর পরীক্ষণ নিয়ে চিনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, সুরক্ষা এবং স্থিরতা বজায় রাখতে সবাইকেই এগিয়ে আসতে হবে। লিজিয়ান বলেন, আমাদের আশা এটাই যে সবাই এই লক্ষ্যেই কাজ করবে। বলে দিই, চিন এর আগেও ভারতের Agni-V মিসাইলের পরীক্ষণ নিয়ে এমনই কথা বলেছিল।
কিছুদিন আগে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ভারত Agni-V মিসাইলের আরও একটি টেস্ট করার প্রস্তুতি নিচ্ছে। পাঁচ হাজার কিমি পর্যন্ত লক্ষ্যভেদে সক্ষম এই মিসাইল চিনের অনেক শহর পর্যন্ত পৌঁছাতে পারবে। এই মিসাইলের ফলে ভারতের সৈন্য শক্তি ব্যাপক মজবুত হবে।
চিনের বিদেশ মন্ত্রালয়ের মুখাপাত্র বলেন, ভারতকি পরমাণু ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম ব্যালেস্টিক মিসাইল তৈরি করতে পারে? এই বিষয়ে সংযুক্তরাষ্ট্রের সুরক্ষা পরিষদে ১১৭২ প্রস্তাবে স্পষ্ট নিয়ম উল্লেখ রয়েছে। ওই প্রস্তাব ভারত আর পাকিস্তান দ্বারা ১৯৯৮ সালে করা পরমাণু পরীক্ষণ সম্বন্ধিত। প্রস্তাবে ভারত আর পাকিস্তানের পরমাণু পরীক্ষণের নিন্দা করা হয়েছে এবং দুই দেশকেই আগামী দিনে পরমাণু পরীক্ষণের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও দুই দেশকেই পরমাণু ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম মিসাইল তৈরি বা উন্নত করার কাজ রোখার আবেদন করা হয়েছে।