বাংলাহান্ট ডেস্কঃ প্রতিযোগিতার বাজারে Jio-কে টেক্কা দিতে সস্তার স্মার্টফোন আনল Nokia। উৎসবের মরশুমে সাধারণ মানুষের সুবিধার্থে Nokia C01 Plus নামক এই সস্তার স্মার্টফোন লঞ্চ করল Nokia। থাকছে HD+ ডিসপ্লে। সঙ্গে থাকছে ৩০০০mAh এর রিমুভল ব্যাটারিও। দাম মাত্র ৫,৯৯৯ টাকা।
জিও এক্সক্লুসিভ অফার এর মাধ্যমে এই ফোনটি কিনতে গেলে দাম পড়বে মাত্র ৫,৩৯৯ টাকা। আবার জিও সিম ব্যবহারকারীরা ৪,০০০টাকায় কিনতে পারেন এই ফোন। তবে শুধু ভাউচার এর রূপে পাওয়া যাবে।
এই স্মার্ট ফোনে থাকছে ৫.৪৫ -ইঞ্চি HD+ ডিসপ্লে, উপরে ও নীচে একটি মোটা বেজেল দেওয়া, অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর, ২ GB RAM ও ১৬ GB এর ইন্টারনাল স্টোরেজ মেমরি, মাইক্রোএসডি কার্ডও। ব্যাক ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল এবং সেলফি ও ভিডিও কলিং-র জন্য থাকছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে থাকছে LED ফ্ল্যাশও। ৩,০০০ MAh ব্যাটারি সম্পন্ন এই ফোনের নীল এবং পার্পল রঙের দুটি মডেল পাওয়া যাচ্ছে।
প্রতিযোগিতার বাজারে কিছুদিন আগেই জিও বাজারে এনেছে তাঁদের সবচেয়ে সস্তা স্মার্টফোন জিও নেক্সট (jio phone next)। জিও ফোন নেক্সট-র দুটো মডেলে একসঙ্গে লঞ্চ করছে আম্বানির সংস্থা জিও। বেসিক মডেলের দাম পড়ছে মাত্র ৫০০০ টাকা এবং এটি মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে। আর অপরটি হল এডভান্স মডেল, যার দাম মাত্র ৭০০০ টাকা এবং এটি কিনতে পারবেন মাত্র ৭০০ টাকা দিয়ে। তবে দুই ক্ষেত্রেই বাকি টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে দিতে হবে। সঙ্গে থাকছে একাধিক ফিচারসও।