বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট (Cricket) খেলোয়াড়রা যে অনেক টাকা ইনকাম করেন, সেটা আমাদের সবারই জানা। বছরে কয়েক কোটি টাকা পর্যন্ত কামিয়ে নেন তাঁরা। বিশ্বের সবথেকে বড়লোক ক্রিকেটারের কথা বললে সবার মনে আগেই বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবে বা মহেন্দ্র সিং ধোনির। কিন্তু আপনাদের অবগত করিয়ে দিই যে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশ্বে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের আয় বিরাট কোহলির থেকে অনেক বেশি।
জো রুট ইংল্যান্ডের টেস্ট টিমের অধিনায়ক। উনি বছরে ৭ লক্ষ GBP আয় করেন। যা ভারতীয় টাকা অনুযায়ী ৭ কোটি ২২ লক্ষ। ইংলিশ ক্রিকেট বোর্ড ওনাকে বেতন দেয়। অন্যদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলির আয় বছরে ৭ কোটি। বলে দিই, রুট বিশ্বের সবথেকে দামি টেস্ট অধিনায়ক।
ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার এক বছরে ১০ লক্ষ GBP কামাই করেন। যা ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৩৯ লক্ষ। আর্চারের বেতন রুটের থেকে বেশি কারণ আর্চার তিনটি ফর্মাটেই খেলে আর রুট টি-২০ খেলে না।
ইংল্যান্ডের স্টার অলরাউন্ডার বেন স্টোকসও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির থেকে বেশি আয় করেন। ইসিবি ওনাকে গোটা বছরে ৯ লক্ষ ১০ হাজার ৫১৯ GBP দেয়। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী ৮ কোটি ৭৫ লক্ষ।
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ বাৎসরিক ৪০ লক্ষ আমেরিকান ডলার বেতন পান। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী ২৯ কোটি ৫২ লক্ষের মতন।
ইংল্যান্ডের স্টার খেলোয়াড় তথা উইকেট কিপার জোস বাটলারকে ইংলিশ ক্রিকেট বোর্ড গোটা বছরে ৯ কোটি টাকা বেতন দেয়।