বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর আসন রক্ষার লড়াই আগামী ৩০ শে সেপ্টেম্বর। শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রচারের ময়দানে রবিবারই উপনির্বাচনের জন্য শেষ প্রচার রয়েছে। তাঁর আগেই মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য শনিবার এক অভিনব পন্থা বের করলেন মুখ্যমন্ত্রী।
নিজের কেন্দ্র হলেও, প্রচারে কোনরকম খামতি রাখেননি মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর গোটা টিমও। এলাকা ভাগ করে চলেছে প্রচার কাজ। আবার করোনা আবহে নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে বড় র্যালি বের করাও সম্ভব হয়নি। তাই এই পরিস্থিতিতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য নয়া পন্থা মুখ্যমন্ত্রীর, তৈরি করলেন ‘গ্রিটিংস কার্ড’।
ভবানীপুরবাসীদের উদ্দেশ্যে শনিবারই একটি শুভেচ্ছা বার্তাসূচক কার্ড পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ওই নীল-সাদা কার্ডে রয়েছে ভবানীপুরবাসীদের জন্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা। নির্বাচন কমিশনের নিয়ম মেনে সকলের কাছে পৌঁছতে না পারার দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী।
কার্ডে নিজেকে ‘ঘরের মেয়ে’ বলে পরিচয় দিয়ে তিনি লিখলেন, ‘প্রথমেই ভবানীপুর কেন্দ্রের সকল মা, ভাই, বোন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আপনাদের ঘরের মেয়ে হিসাবে এই কেন্দ্রের সকলের কাছে আমার ছোট্ট আবেদন পেশ করতে চাই’।
এরপর মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আমি ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই পথ চলা শুরু করেছি। দুঃসময়ে-সুসময়ে-উৎসবে-আন্দোলনে মানুষের পাশে থাকার জন্য সবসময় আপনাদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। আজ আমি বাংলার মুখ্যমন্ত্রী, সেটাও ভবানীপুর কেন্দ্রের জন্য’।
এই কার্ড তথা শুভেচ্ছাবার্তার মধ্যে দিয়েই ভবানীপুরের প্রতিটি মানুষের কাছে নিজেকে ভোট দেওয়ার আবেদন জানালেন এবং মুখ্যমন্ত্রীর আসন রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন জানালেন।