বাংলাহান্ট ডেস্ক: চারে পা দিল সোহা আলি খান ও কুণাল খেমুর আদরের ইনায়া নাওমি খেমু (inaaya naumi kemmu)। পতৌদি পরিবারের নাতনির জন্মদিনের পার্টি উপলক্ষে বুধবার নেমেছিল তারকাদের ঢল। পরিবারের সদস্যদের পাশাপাশি এসেছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরাও। মিষ্টি ইনায়ার ততোধিক মিষ্টি পার্টির ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ইনায়ার জন্মদিনে ইউনিকর্ন থিমড পার্টির আয়োজন করেছিলেন সোহা কুণাল। গোলাপি ও রামধনুর রঙে সেজে উঠেছিল পার্টি। বার্থডে গার্ল নিজেও সেজেছিল সুন্দর একটি গোলাপি ড্রেসে, সঙ্গে মাথায় ম্যাচিং হেডব্যান্ড। পার্টিতে অতিথি হয়ে এসেছিলেন দুই দাদা ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান, করিনা কাপুর খান, জেহ, নেহা ধুপিয়া ও তাঁর ছোট্ট মেয়ে মেহের।
এদিনের পার্টির ঝলক দেখা গেল করিনা ও নেহার ইনস্টাগ্রাম স্টোরিতেও। দুই সৎ ভাই ইব্রাহিম ও তৈমুরকে দেখা গেল হাতে ম্যাচিং ট্যাটু করাতে। মুহূর্তটি নিজের সোশ্যাল মিডিয়ায় ধরে রেখেছেন অভিনেত্রী। ছোট বোন ইনায়াকে জড়িয়ে ধরে তৈমুরের একটি ছবিও শেয়ার করেছেন করিনা। ছোট ছেলে জাহাঙ্গীরকেও পার্টিতে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি।
এর আগে ইনায়া ও জাহাঙ্গীরের বন্ধুত্বের ছবি শেয়ার করেছিলেন সোহা। রাখির দিনে ছোট্ট ভাইকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গিয়েছিল বড় দিদিকে। শর্মিলা-কন্যা জানিয়েছিলেন তৈমুর ও জেহ দুজনের সঙ্গেই খুব ভাল বন্ধুত্ব ইনায়ার। তৈমুর নাকি যাই করে দেখাদেখি ইনায়াও তাই করে। বড় দাদার কথা মন দিয়ে শোনে সে। ছোট ভাইয়ের প্রতিও খুব যত্নবান ইনায়া।
কিছুদিন আগেই মালদ্বীপে নিজের জন্মদিন কাটিয়ে ফিরেছেন করিনা অ্যান্ড কোম্পানি। সইফ, দুই ছেলে ও তাদের ন্যানিদের সঙ্গে নিয়ে উড়ে গিয়েছিলেন তিনি মালদ্বীপে। তার আগে সইফ ও ছেলে জেহের জন্মদিনও সেখানেই পালন করেছিলেন বেবো।