তেল ভরার জন্য ৭ ঘন্টা ঠায় দাঁড়িয়ে রইল রোনাল্ডোর গাড়ি, তবুও মিলল না একফোঁটা জ্বালানী

বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোল ডিজেল নিয়ে এখন ভয়ঙ্কর সমস্যা চলছে ব্রিটেনে। রীতিমতো তেলের জন্য মারামারি শুরু হয়েছে পেট্রল পাম্পগুলিতে। এমনকি তেলের ট্যাঙ্কার এলেও ৩০ পাউন্ডের বেশি তেল দেওয়া হচ্ছে না কাউকেই। এবার এই ভয়ঙ্কর সমস্যার শিকার হতে হল পর্তুগালের বিখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। সাত ঘন্টা দাঁড়িয়ে থেকেও রোনাল্ডোর প্রিয় বেন্টলিতে পেট্রোল ভরাতে পারেননি তার চালক। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাকে।

জানা গিয়েছে, পেট্রোলের এই ব্যাপক ঘাটতির কারণে দেশের প্রায় ৯০% পেট্রোল পাম্পেই একটুও তেল নেই। এমতাবস্থাতেই রোনাল্ডোর বেন্টলি গাড়িতে তেল ভরানোর জন্য ৭ ঘন্টা বৃষ্টির মধ্যে ফুয়েল স্টেশনে দাঁড়িয়ে ছিলেন তার চালক। আশা ছিল তেলের ট্যাংকার আসবে বিকেল নাগাদ। সেই কারণেই দুপুর দুটো কুড়ি নাগাদ পাম্পে পৌঁছে অপেক্ষা করতে থাকেন তিনি। কিন্তু গাড়ি আসেনি, যার ফলে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে যান ওই চালক।

যদিও সে সময় গাড়িতে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর গাড়ির শখ সম্পর্কে ফুটবল ফ্যান মাত্রই অবগত। তার সংগ্রহে বর্তমানে ফেরারি, ল্যাম্বোরগিনি, ম্যাকলারেন্স, দুটি রোলস রয়েস, একটি পোর্শ ৯১১ টার্বো এস, একটি কোয়েনিগসেগ সিসিএক্স, একটি বেন্টলি কন্টিনেন্টাল, একটি রেঞ্জ রোভার এবং বেশ কয়েকটি অডি এবং মার্সিডিজ রয়েছে।

Cristiano Ronaldo

সম্প্রতি তার এই সংগ্রহের যুক্ত হয়েছে এই ফ্ল্যাশ বেন্টলিটি। কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে তাকে এই গাড়িটি চালাতেও দেখা গিয়েছে। আর এবার সেই গাড়ি নিয়েই বিপাকে পড়তে হলো রোনাল্ডো চালককে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর