বাংলাহান্ট ডেস্কঃ সদ্য মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ (Amarinder Singh)। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। কথা হয়, কৃষি আইন বিষয়ে। এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (ajit doval) দেখা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। জানালেন, পাঞ্জাবের সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক হয়েছে দুজনের মধ্যে।
লাদাখ পেরিয়ে এখন উত্তরাখণ্ডে প্রবেশ করছে চীনা সেনা। এই মুহূর্তে এই সমস্যা নিয়ে চুপ থাকালেও, কেন পাঞ্জাব নিয়ে চিন্তা করা হচ্ছে, এবিষয়ে প্রশ্ন উঠেছে। তবে এসবের মধ্যে অমরেন্দ্র সিংহ, নভজ্যোত সিংহ সিধুর সঙ্গে পাক যোগের বিষয়টা বিস্তারিত ভাবে জানালেন অজিত ডোভালকে।
বৈঠক শেষে ক্যাপ্টেন জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সুরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, সিধুর সঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, পাক সেনাপ্রধান জাভেদ বাজওয়ার সুসম্পর্ক নিয়েও আলোচনা করেন অমরেন্দ্র সিংহ। তিনি জানান, বর্তমানে পাঞ্জাবে দুর্বল নেতৃত্ব ক্ষমতায় এসেছে। আর যদি সিধু মুখ্যমন্ত্রী হন, তাহলে তাঁকে সামনে রেখে পাঞ্জাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে পাকিস্তান। যার ফলে দেশের সুরক্ষা নিয়ে সংশয় দেখা দেবে।
আবার সূত্রে খবর, নিজে মুখ্যমন্ত্রী আসন ছাড়ার পর ওই পদে অন্য কাউকে ঠিক মেনে নিতে পারছেন না অমরেন্দ্র সিংহ। সেই কারণেই পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারীর পক্ষে রয়েছেন তিনি। আবার এবিষয়ে কংগ্রেস ও শিবসেনা আশঙ্কা করছে, এই সুযোগে পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারী করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।