পুজোয় কেমন থাকবে বাংলার আকাশ, জানালো আবহাওয়া দফতর: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির ফাঁড়া এখনও কাটেনি বাংলার উপর থেকে। আবহাওয়ার (weather) বিরূপ প্রভাব দেখে, পুজোতেও বৃষ্টির দাপট দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে বঙ্গবাসীর মনে। বর্তমান সময়ে দক্ষিণে বৃষ্টির বিরাম ঘটলেও, ভাসছে উত্তরবঙ্গ। তারউপর এই পুজোর মরশুমেই DVC-র ছাড়া জলে বানভাসী বাংলার বহু গ্রাম।

এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ‘এখনই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ৬ ই অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। তবে বঙ্গবাসী থেকে ঠিক কবে বৃষ্টির হাত থেকে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি’। হাওয়া অফিসের এই পূর্বাভাস শুনে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষও।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 33 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 27° C
আদ্রতা 86%
বাতাস 14 km/h
মেঘে ঢাকা 39%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণ পেরিয়ে এবার উত্তরে অবস্থান করা নিম্নচাপের কালো মেঘের প্রভাবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবার বীরভূম, মুর্শিদাবাদেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

X