বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ইউভান, হঠাৎ উপলব্ধি বাবা রাজের

বাংলাহান্ট ডেস্ক: বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায় সন্তান। সব বাবা মায়ের মুখে কখনো না কখনো তো শোনাই যায় এই কথাটা। একদিন যে আঙুল ধরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখল চোখের পলকে সে এতটা বড় কবে হয়ে গেল ঠাওর করতে পারেন না মা বাবারা। একই পরিস্থিতির মধ‍্যে পড়েছেন রাজ চক্রবর্তী (raj chakraborty)। হঠাৎ করেই তাঁর উপলব্ধি হয়েছে ছেলে ইউভান (yuvaan) আর ছোটটি নেই। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সে।

কিছুদিন আগে পর্যন্তও। ছেলেকে কোলে নিয়ে আদর করতেন রাজ। আজ সে ছোট্ট পায়ে দৌড়ে বেড়াচ্ছে বিমানবন্দরে। দুরন্ত ছেলেকে সামলাতে নাজেহাল মা শুভশ্রী। এমনিতেই খুব তাড়াতাড়ি বেড়ে উঠছিল ইউভান। এক বছর বয়স হওয়ার আগেই একা একা দাঁড়াতে শিখে গিয়েছিল সে। সদ‍্য প্রথম জন্মদিন পালন করেছে ইউভান। আর তারপরেই সেলিব্রেট করতে বাবা মায়ের সঙ্গে উড়ে গিয়েছে মালদ্বীপ।

IMG 20211008 173914
সেখানে গিয়েই রাজের উপলব্ধি হয়েছে বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ইউভান। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে বেশ গোমড়া মুখে দেখা যাচ্ছে খুদেকে। বাবার কোলে থাকতে চায় না সে। ক‍্যাপশনে রাজ জানিয়েছেন, খেলতে চাইছিল।ইউভান। তাই এমন হাবভাব। এরপরেই তাঁর বক্তব‍্য, ‘আমাদের ছোট্ট ইউভান কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।’

https://www.instagram.com/p/CUt3TR8op1E/?utm_medium=copy_link

মালদ্বীপে গিয়ে ছোট্ট ইউভানের আরো কয়েকটি ছবি শেয়ার করেছেন পরিচালক। জিন্স আর সাদা শার্ট পরে ফুল গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। নানান রঙের ফুল দেখে মুখে হাসি ধরছে না রাজ-পুত্রের। ছবি শেয়ার করে সকলকে শুভ সকাল জানিয়েছেন রাজ। কমেন্টে ছোট্ট ইউভানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন রূদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়ারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর