বাংলাহান্ট ডেস্কঃ বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৫৭০ জনকে আটক করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চালানো হয়, উপত্যকায় সাধারণের উপর জঙ্গি হামলায় অভিযুক্ত দ্য রেজিসট্যান্স ফ্রন্টের সদস্যদের বাড়িতেও।
২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই জঙ্গি সংগঠন আইএস-এর ভারতীয় মুখপত্র ‘ভয়েজ অব হিন্দ’ তাঁদের মাসিক অনলাইন পত্রিকা প্রকাশ করছে। যার ফলেই সেই পত্রিকা পড়েই উপত্যকার যুবকরা আরও বেশি করে জঙ্গী ভাবধারার সঙ্গে পরিচিত হয়ে সেইদিকেই মনোনিবেশে এগিয়ে যাচ্ছে।
সেই সূত্র ধরেই রবিবার এনআইএ অভিযান চালায় আরিপোরা জেওয়ানের বাসিন্দা নঈম আহমেদ ভাটের বড়ি এবং উপত্যকার সোলিনা পায়িনের বাসিন্দা সুহেল আহমেদ ভাটের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। এই তল্লাশি চালিয়ে মোট ৫ টি মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করে জাতীয় তদন্তকারী সংস্থা।
পাশাপাশি শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা, কুলগামের বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় তদন্তকারীরা। এসবের মধ্যে সাম্প্রতিক সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার ঘটনার পরবর্তীতে সেই বিষয়ে তল্লাশি চালিয়ে আটক করা হয় ৫৭০ জনকে। জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হওয়া এদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন।