Jio-কে টেক্কা দিতে এই প্রিপেড প্ল্যানে ব্যাপক ছাড় দিচ্ছে Vodafone Idea

বাংলা হান্ট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় কার্যত একটা সময় একচ্ছত্র রাজ করছিল জিও। তবে এখন অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও বেশকিছু দুরন্ত অফার নিয়ে আসছে জিওর সঙ্গে পাল্লা দিতে। এমনই একটি দুরন্ত অফার নিয়ে এলো ভোডাফোন আইডিয়া। আজ কার্যত আলোচনা করব জিও এবং ভোডাফোন আইডিয়া ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এবং দেখব কোন ক্ষেত্রে বেশি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। প্রথমেই জানিয়ে রাখি পুরোটাই নির্ভর করছে আপনার ব্যক্তিগত পছন্দের উপর। আমরা দেখব কোন টেলিকম কোম্পানি কি কি সুবিধা দিচ্ছে গ্রাহকদের জন্য।

732457 vodafone idea file photo

ভোডাফোন আইডিয়ার ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানঃ

ভোডাফোন আইডিয়ার এই নতুন প্রিপেইড প্ল্যানে একাধিক সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। প্রথমেই জানিয়ে রাখি, এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এক্ষেত্রে একদিকে যেমন গ্রাহকরা পাবেন আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ফ্রি এসএমএস এবং ১.৫ জিবি ডেটা তেমনই আবার অন্যদিকে রয়েছে ডেটা রোল ওভারের সুবিধাও। অর্থাৎ উইকেন্ডে বেঁচে যাওয়া ডেটা যোগ হবে পরের সপ্তাহে। এছাড়া রয়েছে Binge All Night অফার। অর্থাৎ এই দিন রাত বারোটা থেকে সকাল ছটা অবধি বিনামূল্যে যতখুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এসব সুবিধা তো আগে থেকেই ছিল এবার জিওর সঙ্গে পাল্লা দিতে ডিসকাউন্ট অফার চালু করল ভোডাফোন আইডিয়া। এক্ষেত্রে গ্রাহককে তারা কুড়ি টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবে তারা যা পরবর্তী রিচার্জের জন্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

জিওর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানঃ

এবার আসুন দেখে নেওয়া যাক গ্রাহকদের কি কি সুবিধা দিচ্ছে জিও। জানিয়ে রাখি শুধু ২৪৯ টাকা নয় ৫৫৫ এবং ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেও Jio Mart Maha Cashback অফার দিচ্ছে জিও। এক্ষেত্রে আপনি যদি মাই জিও অ্যাপের সাহায্যে রিচার্জ করেন তাহলে পেতে পারেন ২০% অবধি ক্যাশব্যাক অর্থাৎ প্রায় ৫০ টাকা অবধি ছাড়। এছাড়া এই রিচার্জের অন্যান্য সুবিধা তো রয়েছেই। যেমন আনলিমিটেড ফ্রি কলিং, ফ্রি এসএমএস ১.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা জিও অ্যাপস ফ্রী সাবস্ক্রিপশন তো পাচ্ছেনই আপনি।

Jio

৫৯৯ টাকার রিচার্জ প্লান ব্যবহার করলে দেড় জিবি নয় প্রতিদিন দু জিবি পর্যন্ত ডেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আপনি। তবে এক্ষেত্রে বেঁচে যাওয়া ডেটা রোল ওভারের কোন সুযোগ নেই যা দিচ্ছে ভোডাফোন আইডিয়া। এবার আপনাকেই বেছে নিতে হবে কোন প্ল্যান আপনার জন্য বেশি সুবিধাজনক।

 

Abhirup Das

সম্পর্কিত খবর