বিসর্জনের জুলুসে ২০ জনকে পিষে দিল ঘাতক গাড়ি, গোটা এলাকায় ছড়াল উত্তেজনা

বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের জশপুর জেলায় দুর্গা প্রতিমা বিসর্জনে বের হওয়া মানুষের উপর গাড়ি দিয়ে পিষে দেওয়ার খবর সামনে আসছে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আর ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষিপ্ত জনতা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় আর অভিযুক্ত ড্রাইভারকে বেধড়ক মারধরও করে।

ঘটনার পর গোটা শহরের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। এলাকাবাসী ক্ষোভে শহর বন্ধ করে দিয়েছে এবং জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে গাড়িটিকে পিছন থেকে দ্রুত গতিতে এসে মানুষের উপর চালাতে দেখা যাচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিসর্জনের সময় দ্রুত গতিতে আসা গাড়ি জুলুসে থাকা মানুষদের উপর পিছন থেকে আঘাত করে। অনেককেই পিষে দেয় ঘাতক গাড়ি। মৃত যুবকের নাম গৌরব আগরওয়াল বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, ঘাতক সেই গাড়িতে গাঁজা ভর্তি ছিল। যদিও, পুলিশ জানিয়েছে যে, ঘটনার তদন্ত করা হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর