পৃথিবীর দিকে ধেয়ে আসছে একের পড় এক ৮ টি গ্রহাণু, আকারে হার মানাবে আইফেল টাওয়ারকেও

বাংলাহান্ট ডেস্কঃ ধ্বংসের দিকে কি পা বাড়াতে শুরু করেছে পৃথিবী? বর্তমান সময়ে এমনই এক ভয়ঙ্কর প্রশ্ন পাক খাচ্ছে সর্বত্র। কিছুদিনের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে মিশরের পিরামিড এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও বড় আটটি গ্রহাণু (asteroid) ধেয়ে আসছে পৃথিবীর দিকে। যা যে কোন সময়ে ধবংস করে দিতে পারে এই সবুজাভ প্রাণের পৃথিবীকে।

এমনই কিছু আশঙ্কার খবর শোনাল মার্কিন মহাকাশ গবেশক সংস্থা নাসা (nasa)। জানা গিয়েছে, আগামী ১৫ ই অক্টোবর থেকে ২৯ শে নভেম্বরের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসবে এই গ্রহাণু। যাদের আকার প্রায় ১৪০ মিটারের চেয়েও বড়।

424454

নাসা সূত্রে খবর, এই সকল গ্রহাণু ‘অ্যাপোলো ক্লাস’-র অন্তর্গত। এর অর্থ হল, এরা সূর্যের কক্ষপথে ভ্রমণ করছে এবং যে কোন সময়ে তা অতিক্রম করতে পারে। এদের মধ্যেকার সর্ববৃহত গ্রহাণুর আকার প্রায় ৩৮০ মিটার, যা মিশরের পিরামিডের থেকেও আকারে বড়। এদের মধ্যে ৭২-১৬০ মিটার আকারের গ্রহাণু 2021 SM3, ১৫ ই অক্টোবর পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা রয়েছে।

প্রথমটি যাওয়ার ৫ দিন পর অর্থাৎ ২০ শে অক্টোবর দ্বিতীয় গ্রহাণুটি যাওয়ার কথা রয়েছে। যার নাম 1996 VB3 এবং আকার ১০০ থেকে ২৩০ মিটারের মধ্যে। এই গ্রহাণু পৃথিবীর খুবই কাছ দিয়ে প্রায় ৩২ লক্ষ কিমি দূরত্ব দিয়ে যেতে পারে।

2017 SJ20 নামক তৃতীয় গ্রহাণু ২৫ শে অক্টোবর পৃথিবী থেকে প্রায় ৭১ লক্ষ কিমি দূর থেকে যাবে, যার আকার প্রায় ৯০ থেকে ২০০ মিটার।

১৩ ই নভেম্বর 2004 UE নামক গ্রহাণু পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ৪২ লক্ষ কিমি দূর থেকে যেতে পারে, যার আকার প্রায় ১৭০ থেকে ৩৮০ মিটার।

এরপরের গ্রহাণুর আকার প্রায় ১৯০ মিটার। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে ২০ শে নভেম্বর প্রায় ৫৫ লক্ষ কিমি দূর থেকে অতিক্রম করবে এবং এর নাম 2016 JG12।

২১ শে নভেম্বর 1982 HR নামক গ্রহাণু পৃথিবীর থেকে ৫৭ লক্ষ কিমি দূরত্ব দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার আকার প্রায় ৩০০ মিটার।

এরপরের শেষ গ্রহাণু ২৯ শে নভেম্বর পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ৬১ লক্ষ কিমি দূর থেকে যাবে। যার নাম 1994 WR12 এবং আকার প্রায় ৯২ থেকে ২১০ মিটার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর