বাংলাহান্ট ডেস্কঃ ঘুরতে গিয়েছিলেন আত্মীয়র বাড়িতে। এক চোর সাইকেল নিয়ে পালানোর সময় দুর্ভাগ্যবশত পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। আর চোর সন্দেহেই বেদম মার খেলেন পেশায় শিক্ষক (teacher) সুদীপ টুডু। মারধরের অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল (tmc) নেতা পরিতোষ চৌধুরির নামে।
ঘটনাটি ঘটেছে, মালদহ (Maldah) জেলার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লি এলাকায়। জানা গিয়েছে, রবিবার হবিবপুর থানার মানিকোড়া স্কুলের শিক্ষক সুদীপ টুডু মালঞ্চপল্লি এলাকায় তাঁর এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ঠিক সেই সময় ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অডিনেটর পরিতোষ চৌধুরির বাড়ি থেকে এক যুবক সাইকেল চুরি করে পালাচ্ছিল।
এই ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন জেলার খেলাধুলোর জগতের সঙ্গে পরিচিত ব্যক্তি সুদীপ টুডু। অভিযোগ উঠেছে, ওই সময় চোর সন্দেহে পরিতোষ চৌধুরির উপস্থিতিতে তাঁর দলবল বেধড়ক মারধর করতে থাকেন সুদীপ টুডুকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুদীপবাবুর আত্মীয়রা। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় শিক্ষককে। দেখা যায় মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাত লেখেছে সুদীপবাবুর। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছে বলে ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূল নেতা পরিতোষ চৌধুরি। তিনি বলেন, ‘এভাবে মারধরের ঘটনা একেবারেই কাম্য নয়। এই ঘটনার জন্য আমি অনুতপ্ত এবং দুঃখিত’।
যদিও এই ঘটনার পরবর্তীতে সুদীপ বাবুর পরিবারের লোকজন অভিযুক্ত পরিতোষ চৌধুরির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্তকে নিজেদের দলের কেউ নয় বলে দাবী করেছে তৃণমূল শিবির।