বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজোর মাঝে বাংলাদেশে শুরু হয় ধর্ম নিয়ে হিংসা, হানাহানি। দূর্গাপুজোর নবমীর দিন ওপার বাংলার কুমিল্লাতে মণ্ডপে ধ্বংস করে দেওয়া হয়েছে দূর্গাপ্রতিমা। নোয়াখালির ইস্কন মন্দির ভাঙচুর করা হয়েছে, খুন হয়েছেন মন্দিরের এক সদস্যও। রবিবার রংপুরের পীরগঞ্জেও পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের দুটি গ্রাম।
এ ঘটনা নিয়ে সমালোচনার ঢেউ উঠেছে নেটপাড়ায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর দাবিতেও সরব হয়েছেন অনেকে। এর মাঝেই বাংলাদেশের এখনকার পরিস্থিতি জানালেন অভিনেতা বনি সেনগুপ্ত (bonny sengupta)।
এই মুহূর্তে বাংলাদেশে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বনি। রবিবার দিনই সেখানে পৌঁছেছেন তিনি। বজলুর রাশেদ চৌধুরীর ছবি ‘মানব দানব’এ অভিনয় করছেন বনি। তাঁর নায়িকার ভূমিকায় রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী রাশিদা জাহান শালুক। রবিবার বাংলাদেশ পৌঁছে চাঁদপুরে গিয়েছেন বনি।
সেখানেই ১৩ দিন ধরে চলবে শুটিং। সংবাদ মাধ্যমকে বনি জানান, তিনি যেখানে রয়েছেন সেখানে এখনো পর্যন্ত কোনো অশান্তি এসে পৌঁছায়নি। শুটিং লোকেশনে যথেষ্ট নিরাপত্তার বেষ্টনী রয়েছে। উপরন্তু সামনে থানাও রয়েছে।
বাংলাদেশের ঘটনা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, রাফিয়াথ রশিদ মিথিলা, পরমব্রত চট্টোপাধ্যায়, তসলিমা নাসরিনরা। শ্রীলেখার প্রশ্ন, “২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সমস্ত করে যাচ্ছে। এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? কেন?” ধর্ম নিয়ে এই হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলেখা।
পরমব্রত লিখেছেন, ‘বাংলাদেশে আমার সমস্ত বন্ধুদের কাছে তাই আমার একান্ত অনুরোধ , কুমিল্লা বা নোয়াখালী তে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করুন কোনো দ্বিধা না রেখে , দোষীদের কঠোর শাস্তি দাবি করুন |’ মিথিলার বক্তব্য, ‘ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক। ঘৃণার ব্যবসা বন্ধ হোক। সবার উপর মানুষ, মানবতা সত্য হোক। ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবনের জন্য একটা শান্তিপূর্ণ পথিবী গড়া আমাদের দায়িত্ব’।