বাংলাহান্ট ডেস্ক: সিংঘম অজয় দেবগণ, সিম্বা রণবীর সিং (ranveer singh) এবং সূর্যবংশী অক্ষয় কুমার (akshay kumar), তিনজনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এ খবর ছড়ানো মাত্রই উত্তেজনা তুঙ্গে উঠেছিল নেটমহলে। পরিচালক রোহিত শেট্টির ছবি নিয়ে আগ্রহের অন্ত ছিল না। শেষমেষ বহু বাধা বিপত্তি পেরিয়ে নভেম্বরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’। তার আগে দর্শকদের উন্মাদনা আরো একটু বাড়াতে একটি নতুন ভিডিও শেয়ার করলেন অক্ষয়।
সদ্য মুক্তি পেয়েছে সূর্যবংশীর নতুন গান ‘আইলা রে আইলা’। অক্ষয়েরই একটি পুরনো ছবির গানকে ঘষে মেজে নতুন রূপ দিয়ে প্রকাশ করা হয়েছে। এই রিমিক্স গান ইতিমধ্যেই ছেয়ে ফেলেছে সোশ্যাল দুনিয়া। অক্ষয় ও রণবীরও মজেছেন আইলা রে আইলার ‘ঝিনচ্যাক’ মিউজিকে।
অক্ষয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে নতুন মুক্তি পাওয়া গানের সঙ্গে নাচছেন তিনি ও রণবীর। বলা বাহুল্য, রণবীরের উৎসাহের চোটেই ডান্স ফ্লোরে আসেন আক্কি। ভরপুর উৎসাহ নিয়ে আইলা রে আইলা গানের অক্ষয়ের ট্রেন্ডিং স্টেপটি করতে দেখা যায় তাঁকে। কিন্তু অতি উৎসাহই কাল হয়ে দাঁড়ায় রণবীরের।
https://www.instagram.com/reel/CVURyIBFGEN/?utm_medium=copy_link
নাচের ঘোরে বেকায়দা তিনি আঘাত করে বসেন নিজের গোপনাঙ্গে। কাণ্ড দেখে অক্ষয়ই হাত ধরে রণবীরকে নিয়ে গিয়ে বসান। ‘সিম্বা’ তখন ব্যথায় কাতর। ভিডিওটি শেয়ার করে আক্কি লিখেছেন, ‘রণবীর সিং ও আমার আইলা রে আইলা স্টেপ। নিজেরও সেরা নাচটা আমাকে দেখান। সাবধানবানী: এই স্টেপটা ভুল করলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতে পারে।’
https://www.instagram.com/p/CVRpubtIzMb/?utm_medium=copy_link
দালের মেহেন্দির গাওয়া এই গান আগে অক্ষয় অভিনীত ‘খট্টা মিঠা’ ছবিতে ব্যবহার হয়েছিল। সেই গানটিরই রিমিক্স ভার্সন বের করেছেন সুরকার তনিষ্ক বাগচী। সোশ্যাল মিডিয়ায় নতুন গানের ঝলক প্রকাশ করেছেন অক্ষয়। জানিয়ে রাখি, আগামী ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে সূর্যবংশী। দিওয়ালির সপ্তাহে ভালোই ব্যবসা করবে ছবিটি, আশা ফিল্ম সমালোচকদের।