বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel) দাম শুনলেই এই মুহূর্তে নাভিশ্বাস উঠছে জনতার। সেঞ্চুরি পার করেও রোজই ঊর্ধ্বমুখী হচ্ছে দাম, যার ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতি অস্বস্তিতে ফেলেছে কেন্দ্র সরকারকেও। জানা গিয়েছে পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত না নিলেও এই মুহূর্তে অন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। যার জেরে পকেটের চাপ অন্তত কিছুটা কমবে আমজনতার।
কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন আগামী ৬ মাসের মধ্যেই সমস্ত নতুন গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে কেন্দ্র। নতুন করে যারা যানবাহন কিনতে চলেছেন এই সিদ্ধান্তে কিছুটা উপকারে আসবে তাদের। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এমন একটি ইঞ্জিন যা শুধুমাত্র পেট্রোল-ডিজেল নয় ইথানল, সিএনজি, বিদ্যুৎকেও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। আর সেই কারণে পেট্রোল-ডিজেলের সাথে ইথানল ব্যবহার করলে অন্তত প্রত্যেক লিটারে কুড়ি টাকার সাশ্রয় পাবে জনতা।
সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, আগামী ছ মাসের মধ্যেই এই নতুন নিয়ম লাগু করার কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্র সরকার সমস্ত অটোমোবাইল কোম্পানিগুলিকে অনুরোধ করবে তারা যেন ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার করেন। এই নিয়ম অনিবার্য হিসেবে লাগু করা হবে। এই মুহূর্তে প্রতি লিটার ইথানলের দাম ৬৫-৭০ টাকা। অন্যদিকে সিএনজিতে গাড়ি চালানোও পেট্রোল ডিজেলের তুলনায় অনেকটাই সস্তা। আর সেই কারণেই এই নিয়ম লাগু হলে পকেটের চাপ কিছুটা কমবে জনতার।
জানা গেছে আগামী দিনে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কেন্দ্র সরকার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হবে নির্দেশিকা। সাধারণত এক লিটার ইথানল ৮০০ গ্রাম পেট্রোলের সমান কাজ করে। এছাড়া এই বিশেষ ইঞ্জিন বৈদ্যুতিক শক্তি তথা সিএনজি, বায়ো-এলএনজিকেও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়া এর দূষণও পেট্রোলের তুলনায় অনেকটাই কম।