বাংলাহান্ট ডেস্ক: তিন সপ্তাহ হয়ে গিয়েছে জেলবন্দি রয়েছেন শাহরুখ খান (shahrukh khan) পুত্র আরিয়ান খান (aryan khan)। মাদক কাণ্ডে গত ৭ অক্টোবর আর্থার রোড জেলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। একের পর এক জামিনের আবেদন খারিজ হতে ভেঙে পড়েছেন আরিয়ান। এবার ছেলের সঙ্গে দেখা করতে জেলের উদ্দেশে চললেন মা গৌরি খান (gauri khan)।
সোমবার সকাল সকাল মন্নত থেকে বেরোতে দেখা যায় শাহরুখ জায়াকে। আর্থার রোড জেলের দিকেই যায় তাঁর গাড়ি। গত সপ্তাহেই বৃহস্পতিবার ছেলের সঙ্গে দেখা করে এসেছেন শাহরুখ। এতদিন পর্যন্ত ছেলের সঙ্গে সামনাসামনি দেখা বা কথা হওয়ার সুযোগ মেলেনি শাহরুখ গৌরির। শুধুমাত্র ভিডিও কলেই দশ মিনিটের জন্য কথা বলতে পেরেছিলেন তাঁরা।
করোনার জন্যই এই বিধি নিষেধ আরোপ করা ছিল। সম্প্রতি উঠে গিয়েছে সেই নিষেধ। এখন কয়েদিদের সঙ্গে দেখা করার জন্য আসতে পারেন তাঁর পরিবার ও আইনজীবীরা। সূত্রের খবর, শাহরুখ গতবারে এসে জিজ্ঞাসা করেছিলেন আরিয়ানকে বাড়ির খাবার দেওয়া যাবে কিনা। কিন্তু তাঁকে বলা হয় তার জন্য আদালতের অনুমতি লাগবে। ২৬ অক্টোবর, মঙ্গলবার বম্বে হাইকোর্টে হবে আরিয়ানের জামিনের শুনানি।
শোনা যাচ্ছে, ছেলে জেলবন্দি থাকায় এবারে বিবাহবার্ষিকীও পালন করবেন না শাহরুখ গৌরি। ২৫ অক্টোবর বিয়ের ৩০ তম বর্ষে পা দিলেন তাঁরা। কিন্তু বড় ছেলের এমন অবস্থায় সেলিব্রেশনের ইচ্ছা নেই কারোরই। তাই শোনা যাচ্ছে এবারে আর বিবাহ বার্ষিকী পালন হবে না শাহরুখ গৌরির।
নবরাত্রিতে গৌরি মানত করেছেন, ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত তিনি মিষ্টি মুখে তুলবেন না। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গৌরি জানতে পেরেছিলেন যে মধ্যাহ্নভোজের সময় মন্নতের কর্মীরা পায়েস রাঁধছে রান্নাঘরে। সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে গৌরি স্পষ্ট নির্দেশ দেন, যতদিন না আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে ততদিন কোনো রকম মিষ্টি পদ রাঁধা হবে না মন্নতে।