বাংলা হান্ট ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা মোটেই ভালো শুরু হয়নি বিরাট বাহিনীর জন্য। নিজেদের প্রথম ম্যাচেই রবিবার পাকিস্তানের কাছে লজ্জাজনক হার হয়েছে ভারতের। এদিন কার্যত ১০ উইকেটে ভারতকে উড়িয়ে দিয়েছিল বাবর আজমের দল। ১৫১ রান তাড়া করতে নেমে একটি উইকেটও না খুইয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল পাকিস্তান। এই হারের ক্ষত যে গভীর এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে বিশ্বকাপে কি আবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান?
হ্যাঁ এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ভারত পাকিস্তান যেহেতু একই গ্রুপে রয়েছে তাই সেমিফাইনালে তাদের দেখা হবার কোন সম্ভাবনা নেই। এমতাবস্থায় যদি ভারত আগামী রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের জন্য জায়গা কিছুটা নিশ্চিত করে এবং পরবর্তী ক্ষেত্রে আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছায়, তা হলেও ভারত-পাকিস্তানের আর দেখা হবার কোন সম্ভাবনা নেই। কিন্তু ফাইনালে হয়তোবা ফের একবার দেখা হয়ে যেতে পারে তাদের। হতে পারে ২০০৭ সালের রিপিট টেলিকাস্ট।
কিছুদিন আগেই দীপ দাশগুপ্তের ইউটিউব “ডীপপয়েন্ট”-এ কথা বলতে গিয়ে ভারত এবং পাকিস্তানকে ফাইনালিস্ট দল হিসেবে বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার হার্মিসন। তার মতে, এবারের ফাইনাল এক হতে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে আর নাহলে খেলবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ভবিষ্যৎবাণী কতখানি সত্যি হবে তা অবশ্য বলে দেবে সময়ই। কিন্তু এখনও পর্যন্ত গ্রুপ থেকে যথেষ্ট বড় দাবিদার মনে হচ্ছে পাকিস্তানকে। মঙ্গলবার যদি তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ভারতের সুযোগ আরও কিছুটা বাড়বে।
তবে এই সবকিছুর জন্যই সবচেয়ে আগে ভারতের প্রয়োজন নিউজিল্যান্ডকে হারানো। তাই এখন রবিবারের ম্যাচের দিকেই নজর থাকবে সমর্থকদের। এই ম্যাচ জিতে বিরাট বাহিনী নিজেদের শেষ চারে পৌঁছানোর আশা টিকিয়ে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার। তবে হয়তো বা নিজেদের প্রথম ম্যাচে হারের বদলা নেবার সুযোগ আরেকবার চলে আসতে পারে বিরাট বাহিনীর কাছে।