বাংলা হান্ট ডেস্কঃ ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এক নয়া পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। দেশের সবথেকে বড় এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এবার সাইবার ক্রাইম রুখতে নিল এক বড় পদক্ষেপ। যেখানে গ্রাহককে SBI ATM থেকে টাকা তোলার সময় মেনে চলতে হবে এই নিয়ম।
গ্রাহকদের তথ্য এবং অর্থকে আরও নিরাপদে রাখতে এবার SBI ATM থেকে টাকা তোলার সময় গ্রাহকের ফোন নম্বরে OTP পরিষেবা পাঠাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অর্থাৎ SBI ATM থেকে টাকা তোলার সময় গ্রাহকের রেজিস্টার মোবাইলে একটি OTP যাবে। যা ব্যবহার করেই গ্রাহক SBI ATM থেকে টাকা তুলতে পারবেন। যার ফলে গ্রাহকদের পরিষেবা দিতে নিরাপত্তা আরও বেশি পরিমানে বাড়িয়ে দিচ্ছে SBI।
এই পদ্ধতিতে গ্রাহক যখন ATM মেশিনে কার্ড প্রবেশ করাবে, তখন গ্রাহকের রেজিস্টার মোবাইলে ৪ অঙ্কের একটি OTP যাবে। আর তখন ATM মেশিনের স্ক্রীনে আসা তথ্যে সেই ৪ অঙ্কের একটি OTP দিলে, তবেই পরবর্তী ধাপে পৌঁছানো যাবে। যাতে করে ব্যাঙ্ক জালিয়াতি আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।
তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র ১০০০০ টাকা বা তার বেশি অর্থ একসঙ্গে ATM থেকে টাকা তোলার সময় এই নিয়ম মেনে চলতে হবে গ্রাহককে। যার ফলে গ্রাহকের অর্থ সংরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে।