আজ ৫০০ লোক হয়েছে, কিন্তু ২০ লক্ষ মানুষের নজর রয়েছে এই সভায়! আগরতলায় বললেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ বহু সংগ্রামের পর আগরতলার রবীন্দ্র ভবন চত্বরে সভা করার অনুমতি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মঞ্চে উঠেই তিনি বিজেপিকে একহাতে নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণও করলেন। তিনি বলেন, ২০১৬ সাল থেকেই ত্রিপুরায় আসছি। তখন মানিক সরকারের রাজত্ব চলত। এরপর ত্রিপুরার মানুষ ২০১৮ সালে খাল কেটে কুমির আনার মতো বিজেপিকে এনেছে।

অভিষেক বলেন, ৫ বছর আগেও এই জায়গা সভা করেছি। তখন এত বাধার মুখে পড়তে হয়নি। হাইকোর্টে দৌড়াতে হয়নি। সেবার ৫ হাজার লোক ছিল, আজ ৫০০ লোক। কিন্তু ২০ লক্ষ মানুষ এই সভার দিকে তাকিয়ে রয়েছেন। রবিবার ছুটির দিনে বিপ্লব বাবুর ছুটি হয়ে গিয়েছে।

অভিষেক বলেন, ছলে, বলে, কলে কৌশলে আমাদের আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা তৃণমূল পার্টি, সিপিএম বা কংগ্রেস নয় যে চুপ করে মুখ বুজে বসে থাকবে। আমাদের যত কাটবে, তত বাড়ব আমরা। অভিষেক বলেন, আমি আসব নলে কোভিড টেস্টের নির্দেশিকা জারি করেছে। ত্রিপুরার সব মানুষ এখন তৃণমূল হয়ে গিয়েছে।

মঞ্চ থেকে বিজেপিকে দুষে অভিষেক বলেন, ত্রিপুরাকে আফগানিস্তান বানাচ্ছে বিজেপি। দুয়ারে গুন্ডা প্রকল্প চলছে। আমরা এলে এই গুন্ডাদের প্রায়শ্চিত্ত করাব। এরা হাত জোর করে দুয়ারে সরকারের ফর্ম ভরবে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ত্রিপুরার জন্য লড়াই করব। এক ছটাক জমি ছাড়ব না। আগামী দিনে ত্রিপুরা দিল্লিকে পরিচালনা করবে, দিল্লি ত্রিপুরাকে পরিচালনা করবে না।

উল্লেখ্য, এদিন আগরতলায় অভিষেকের সভায় বিজেপির প্রাক্তন বিধায়ক আশিস দাস এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর