এক সপ্তাহের বিরতি ভারতের উপকারে লাগবে না অপকারে, জানালেন ওয়াসিম আক্রম

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুক্ষণ বাদেই মরণ-বাঁচন ম্যাচ রয়েছে বিরাট বাহিনীর। এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তবেই শেষ চারের স্বপ্ন জিইয়ে রাখতে পারবে ভারত। ভারতের প্রথম ম্যাচ ছিল গত রবিবার, তারপর থেকে একসপ্তাহের বড় বিরতি পেয়েছে বিরাট শিবির। গত ম্যাচে হারের ফলে এই ম্যাচ আরও বেশী কঠিন হয়ে গিয়েছে তাদের পক্ষে। এখনই এক সপ্তাহের ছুটি কি আদৌ বিরাটদের দুরন্ত কামব্যাক করতে সাহায্য করবে? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানের জোরে বোলার ওয়াসিম আক্রম।

এই ম্যাচ সম্পর্কে কথা বলতে গিয়ে কু অ্যাপে ওয়াসিম লেখেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে অত্যন্ত শক্ত লড়াই হতে চলেছে ভারতের। অন্য দলগুলির ম্যাচ খেলা হয়ে গিয়েছে, যেখানে ভারত তাদের পালার জন্য অপেক্ষা করছে। এক সপ্তাহের বিরতির ফল উভয় দিকেই যেতে পারে। আপনার মূল লক্ষ্যকে তা সাহায্যও করতে পারে বা দুর্বল করতে পারে। ভারতকে বাইরের কোলাহল বন্ধ করতে হবে, দল হিসেবে একসঙ্গে থাকতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে। বিরাট এখনও পর্যন্ত সব কথাই ঠিকঠাক বলেছে, তাদের কাজের সাথে কথার মেলবন্ধন হয় কিনা সেটাই দেখার।”

এখানেই থামেননি তিনি। তার আরও একটি পোস্টে তিনি জানান, “পাকিস্তানের কাছে হারার পর টিম ইন্ডিয়ার একটা মোহ ভঙ্গ হল, এখন যদি আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিরাট সেনা নিউজিল্যান্ডকে হারায়, তাহলে দ্বিতীয় মোহও ভঙ্গ হবে, যা ভারতীয় ভক্তদের স্বস্তি দেবে। এটি ভারতের জন্য এক ধরনের ‘ডু অর ডাই’ ম্যাচ, কারণ টিম ইন্ডিয়া যদি সুপার-১২-এর এই ম্যাচে হারে, তাহলে সেমিফাইনালে ওঠার পথ খুব কঠিন হয়ে যাবে। এরপর স্কটল্যান্ড, নামিবিয়া, আফগানিস্তানের মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডকে।”

@wasimakramlive এর ভাবনাগুলি শুনুন – India face a tough task against New Zealand. The other sides… https://www.kooapp.com/koo/wasimakramlive/c67b4caa-5db3-44fb-b300-ed19079cd503

কু অ্যাপ ডাউনলোড করুন https://www.kooapp.com/dnld

ওয়াসিম নিজের প্রথম পোস্টে স্পষ্টতই জানিয়েছেন, ভারতের পক্ষে অত্যন্ত কঠিন হতে চলেছে এই ম্যাচ। বিশেষত হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে উঠেছেন বলে খবর পাওয়া গেলেও এখনও তিনি যে বল করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ডও যথেষ্ট খারাপ। তাই আজকের ম্যাচে নিশ্চয়ই অতিরিক্ত চাপ থাকবে বিরাট বাহিনীর উপর।

 

Abhirup Das

সম্পর্কিত খবর