কলাতে আর মন ভরে না, চশমা-টাকা ফেরত পেতে জুসের পাউচ ঘুষ দিতে হল বাঁদরকে! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বাঁদরের বাঁদরামি! এমন বিশেষন মানুষের উপরেও প্রয়োগ হতে শুনে থাকবেন নিশ্চয়ই। বা অতি আদরে বাঁদর হওয়া? ‘ন‍্যাজ ওয়ালা’ দের দৌরাত্মে মানুষ এমনি অতিষ্ঠ যে এই ধরনের বাগধারা গুলো জড়িয়ে গিয়েছে আমাদের জীবনের সঙ্গেও। বাঁদর নিয়ে গল্প ছোটবেলা থেকেই পড়ে আসছি আমরা। তারা যে শুধুই বেয়াদব তা নয়, মহা ধুরন্ধরও বটে।

তবে কিনা মানুষকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী। তাই মানুষের বুদ্ধিকে টেক্কা দেওয়ার সাধ‍্য তাদের নেই। মাঝেমধ‍্যে একটু ঘোল খাওয়ালেও বাঁদর বাবাজিদের শায়েস্তা করার উপায়ও জানা আছে মানুষের। এই যেমন সাম্প্রতিক ভাইরাল (viral video) একটি ভিডিওতে দেখা গিয়েছে বাঁদর আর মানুষের মধ‍্যে বুদ্ধির যুদ্ধ।

PicsArt 11 01 06.46.23 scaled
ভিডিওতে দেখা যাচ্ছে, হাতের কাছে চশমা আর টাকা পেয়ে তাই নিয়েই পালিয়েছে এক বাঁদর। গিয়ে বসেছে একটি খাঁচার উপরে। যার জিনিস তার তো মাথায় হাত! বাঁদরের হাতে একবার গিয়েছে মানে হয় চশমা ভাঙবে নয়তো টাকা ছিঁড়ে কুটিকুটি হবে। এবার উপায় কী? জিনিস গুলোর মায়া ত‍্যাগ করতে হবে নাকি?

শুরু হল চেষ্টা। বাঁদরের থেকে জিনিস ফেরত নেওয়া বড় চাট্টিখানি কথা নয়। জিনিস তো হাতছাড়া হতেই পারে উপরন্তু বাঁদরের থেকে এক আধটা চড় বা থাপ্পড়ও জুটতেই পারে। তাই অতি সাবধানে পা ফেলা। শোনা যায়, বাঁদরের হাতে কলা দিলে তুলে নেওয়া জিনিসটা ফেরত পাওয়া যায়।

https://twitter.com/rupin1992/status/1453705553587281932?t=tcClmT7bycj1nIe9Lfa9vw&s=19

কিন্তু এখানে তো হাতের কাছে কলা নেই। ছিল একটা জুসের পাউচ। অগত‍্যা সেটাই বাড়িয়ে দেওয়া হল বাঁদরের দিকে। তিনিও এক হাত দিয়ে জুসের পাউচ টেনে নিয়ে ঠেলা মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে চশমা আর টাকা। তারপর তিনি মনোনিবেশ করেছেন নিজে জুসের পাউচে। ভিডিওর ক‍্যাপশনে লেখা, ‘স্মার্ট বাঁদর। এক হাতে নাও আরেক হাতে দাও’। নেটিজেনরাও বাঁদরের বাঁদরামি দেখে হেসে লুটোপুটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর