বাংলাহান্ট ডেস্কঃ চীনা অটোমোবাইল কোম্পানি BYD ভারতে (india) তাঁদের অল-নিউ-ইলেক্ট্রিক MPV e6 লঞ্চ করেছে। কোম্পানি অল-নিউ-ইলেক্ট্রিক MPV e6-র দাম রেখেছে ২৯.৬ লক্ষ টাকা। এর সঙ্গে বিকল্প হিসাবে পাওয়া যাবে ৪৫০০০ টাকার ৭ কিলোওয়াট চার্জার। এক যাত্রীবাহী নয়, ভারতীয় B2B সেগমেন্টের জন্য এই গাড়ি ব্যবহৃত হবে বলে জানিয়েছে সংস্থা।
২০০৭ সাল থেকেই ভারতে রয়েছে BYD। চেন্নাইয়ে BYD-এর দুটি প্ল্যান্ট রয়েছে, যার মধ্যে বৈদ্যুতিক বাস এবং ট্রাক তৈরি করা হয়। মোবাইল যন্ত্রাংশ, সোলার প্যানেল, ব্যাটারি শক্তি সঞ্চয়স্থান সহ বেশ কিছু জিনিসপত্র তৈরি করে।
৭১.১ kWh ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয় BYD e6-এ। একবার ফুল চার্জ দেওয়ার পর এই গাড়ি ৫২০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘণ্টায় চলতে পারে।
কোম্পানি জানিয়েছে, ৩৫ মিনিটের মধ্যে এই DC ফাস্ট চার্জার দিয়ে ৩০ থেকে ৮০ শতাংশ ব্যাটারি চার্জ করা যায়। AC এবং DC দুই মাধ্যমেই ফাস্ট চার্জিং করা যাবে এই গাড়িতে। টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে এই গাড়িতে। 6-ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভার এবং চামড়া দ্বারা সজ্জিত রয়েছে সামনের যাত্রীর আসন। Maruti Ertiga, Toyota Innova Crysta, Renault Triber এবং Mahindra Marazzo এই গাড়িগুলকে টক্কর দেবে এই গাড়ি।
বিজয়ওয়াড়া, আহমেদাবাদ এবং কোচি ছাড়াও দিল্লী, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে পাওয়া যাবে এই MPV e6। এই গাড়ির সঙ্গে ব্যাটারির ৩ বছর বা ১.২৫ লক্ষ কিলোমিটার, ৮ বছর বা ৫ লক্ষ কিলোমিটার এবং ৮ বছর বা ১.৫ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টির থাকছে।