বাংলাহান্ট ডেস্কঃ ছোট্ট একটা চায়ের দোকান রয়েছে মালদহের (malda) কমল মহলদারের। আর সেখানেই লটারির টিকিট বিক্রি করতেন কমল মহলদার। সোমবার অবিক্রিত টিকিট নিজেই রেখে দেন তিনি। আর সন্ধ্যেবেলাতেই ভাগ্য ফিরে যায় এই চায়ের দোকানির। একটি টিকিটেই বেঁধে যায় প্রথম পুরস্কার এক কোটি টাকা।
বিষয়টা হল, মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা এলাকায় একটি ছোট চায়ের দোকান রয়েছে কমল মহলদারের। আর সেই দোকানেই লটারির টিকিট বিক্রি করতেন তিনি। সোমবার বিকেলে যে টিকিটগুলো বিক্রি হয়নি, তা নিজের কাছেই রেখে দেন কমল মহলদার।
আর সন্ধ্যে হতেই ভাগ্য ফিরে যায় এই চা দোকানির। সন্ধ্যা ৬ টা বেজে ১৫ মিনিটে তিনি জানতে পারেন, তাঁর কাছে থাকা টিকিটগুলোর মধ্যে একটি টিকিটে বেঁধে গিয়েছে প্রথম পুরস্কার এক কোটি টাকা। এই সংবাদ পেয়েই আর বিন্দুমাত্র অপেক্ষা না করে, সটান মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় পৌঁছান কমল। কোটি টাকা জিতে, কোন ঝুঁকি নিতে চাননি তিনি।
এই খবর ছড়িয়ে পড়তেই কমলকে দেখতে থানার সামনে ভিড় জমান এলাকাবাসীরা। জানা গিয়েছে, বাড়িতে তাঁর স্ত্রী, দুই সন্তান ও বয়স্ক বাবা-মা রয়েছেন। বাজারে সবজি বিক্রি করেন মা নির্মলা মহলদার কুশিদা। এই অর্থ দিয়ে সন্তানদের চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন কমল।
এই ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, ‘লটারির টিকিটে পুরস্কার জিতে কমল মহলদার নামে কুশিদার এক বাসিন্দা সোমবার থানায় আসেন। তাঁর নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করব বলে, জানিয়েছি আমরা’।
লটারির টিকিট জিতে কমল জানিয়েছেন, ‘মাঝে মধ্যে টিকিট কাটলেও, এত টাকা বেঁধে যাবে তা কখনও ভাবতে পারিনি। এই টাকা দিয়ে ঋণ শোধ করব, বাড়িটা ঠিক করব আর সন্তানদের নামেও রাখব’।