জাতীয় স্তরে বাংলার জয়ধ্বনি, হিন্দি সারেগামাপার মঞ্চ কাঁপাচ্ছেন অনন‍্যা-স্নিগ্ধজিৎ-কিঞ্জলরা

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সংষ্কৃতির পীঠস্থান। সুর, তাল, ছন্দ, লয়ে বাঙালিদের যে অদ্ভূত দখল তা প্রতিটি রিয়েলিটি শোতেই বারেবারে স্বীকার করেছেন তাবড় শিল্পী, বিচারকরা। জাতীয় স্বরের মঞ্চে প্রতিভা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন বাংলার গায়ক, নৃত‍্যশিল্পীরা। বিজয়ীর ট্রোফিও তাদের হাতে উঠেছে। এবার ফের বাংলার মুখ উজ্জ্বল করতে মুম্বই পাড়ি দিয়েছেন দক্ষ গায়ক গায়িকারা।

জাতীয় স্তরের সঙ্গীত প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন অনন‍্যা চক্রবর্তী (ananya chakraborty), স্নিগ্ধজিৎ ভৌমিক (snigdhajit bhowmik), বিদীপ্তা চক্রবর্তী (bidipta chakraborty), কিঞ্জল চট্টোপাধ‍্যায়রা (kinjal chatterjee)। প্রত‍্যেকেই চেনা নাম এবং তার থেকেও বেশি পরিচিত তাঁদের প্রত‍্যেকের সুরেলা কণ্ঠ। যে কণ্ঠের জাদুতে গোটা বাংলাকে নাচিয়েছিলেন এবার সেই জাদু দিয়েই মোহিত করতে জি টিভির গানের রিয়েলিটি শো সা রে গা মা পা -তে অংশগ্রহণ করলেন তাঁরা।

IMG 20211027 165513 1
উপরে উল্লিখিত প্রত‍্যেকেই বাংলা সা রে গা মা পা -তে অংশ নিয়েছিলেন। কেউ এক থেকে পাঁচের মধ‍্যে থাকতে পেরেছেন আবার কেউ ছিটকে গিয়েছেন। কিন্তু শ্রোতারা ভোলেনি তাঁদের সুরকে। ২০১৯ এ বাংলা সা রে গা মা পা তে অংশ নিয়েছিলেন অনন‍্যা ও স্নিগ্ধজিৎ। বজবজের মেয়ে অনন‍্যা গ্রাম বাংলার সনাতনী বাউল গানে মুগ্ধ করেছিল বিচারক থেকে শ্রোতাদের। তাঁর উদাত্ত কণ্ঠ এক অন‍্য আমেজ তৈরি করত মঞ্চে।

https://www.instagram.com/reel/CVNedhZoQtj/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CVrOSZsqFqO/?utm_medium=copy_link

জাতীয় স্তরের মঞ্চেও বা‌ংলার বাউল গানকেই পেশ করেছেন অনন‍্যা। তবে আগের থেকে সম্পূর্ণ অন‍্য লুকে দেখা গিয়েছে অনন‍্যাকে। লম্বা চুলে বিভিন্ন রঙের বিনুনি করে বোহো লুকে ধরা দিয়েছেন তিনি। বাংলা সা রে গা মা পায় দ্বিতীয় স্থান দখল করেছিলেন স্নিগ্ধজিৎ। জাতীয় স্তরের প্রতিযোগিতায় ইতিমধ‍্যেই টপ ১৬ তে জায়গা দখল করে ফেলেছেন তিনি।

https://www.instagram.com/tv/CVpAFv9okgm/?utm_medium=copy_link

২০১০ এ বাংলা সা রে গা মা পার প্রতিযোগী ছিলেন কিঞ্জল। এখন গায়ক হিসেবে যথেষ্ট পরিচিত তিনি। জি টিভির শোয়ের মঞ্চে গানের জাদুতে বিচারকদের মুগ্ধ করেছেন তিনিও। প্রতিযোগিতায় রয়েছেন ‘দ্য ভয়েস ইন্ডিয়া কিডস’ এর নীলাঞ্জনা রায় এবং বাংলার আরেক প্রতিযোগী দীপায়ন বন্দ্যোপাধ্যায়ও। তবে সুরের খেলায় মুগ্ধ করেও টপ ১৬ তে জায়গা করতে পারেননি ২০২০ র বাংলা সা রে গা মা পার তৃতীয় স্থানাধিকারী বিদীপ্তা চক্রবর্তী। অডিশন পর্ব মিটলে টপ ১৬ প্রতিযোগীদের নিয়েই শুরু হবে সেরা হওয়ার লড়াই।

Niranjana Nag

সম্পর্কিত খবর