দীপাবলিতে দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী, রাজ্যেরও উচিৎ শুল্ক ছেড়ে দেওয়া: শুভেন্দু

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে পেট্রোল ডিজেলের উপর থেকে শুল্ক কমাল মোদী সরকার। পেট্রোলে (Petrol) লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে (Diesel) লিটার প্রতি ১০ টাকা করে কমালো শুল্ক। আর তারপরই বিজেপি শাসিত রাজ্যগুলো অসম, গোয়া, কর্নাটক, ত্রিপুরা, উত্তরপ্রদেশ সরকারও দাম কমানোর ঘোষণা করেছে। কিন্তু এই বিষয়ে এখনও নির্বাক দর্শকের ভূমিকায় রয়েছে বাংলার সরকার।

এতদিন ধরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে নানাভাবে বিঁধে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং তৃণমূল নেতৃত্বরা। কিন্তু এবার কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলে শুল্ক কমালেও, এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে রাজ্য সরকার। এবার এই বিষয় নিয়েই রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

দীপাবলিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাওয়ার বিষয়ে এবং রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী ট্যুইটে লেখেন, ‘পেট্রোলের উপর আরোপিত আবগারি শুল্ক ৫ টাকা এবং ডিজেলের উপর ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য, ভারত সরকারকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। দীপাবলিতে দেশবাসীকে এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্য সরকারের উচিৎ শুল্ক কমিয়ে দেওয়া’।

প্রসঙ্গত, কেন্দ্র সরকার এই ছাড় ঘোষণা করার পরই পেট্রোপণ্যের উপরে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করল অসম, গোয়া, কর্নাটকও। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব- সকলেই ট্যুইট করে পেট্রোল ও ডিজেলে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করে দেন।

ট্যুইট করে পেট্রোলের উপর ১.৩০ টাকা এবং ডিজেলের উপর ১.৯০ টাকা করে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীও। আবার কেন্দ্র সরকারের ঘোষণার পরই পেট্রোল ডিজেলের প্রতি লিটারে ১২ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।


Smita Hari

সম্পর্কিত খবর