বাংলাহান্ট ডেস্ক: প্রায় দেড় বছর করোনা আতঙ্কে দিন কাটানোর পর ফের হলমুখী জনতা। ৫ নভেম্বর মুক্তি পেল অক্ষয় কুমার (akshay kumar) ও ক্যাটরিনা কাইফ (katrina kaif) অভিনীত ‘সূর্যবংশী’ (sooryavanshi)। গত বছর থেকে মুক্তি নিয়ে টানাপোড়েন চলছে এই ছবির। এমনকি মুক্তির আগেও লাভের অঙ্ক নিয়ে কাজিয়া শুরু হওয়ায় মাল্টিপ্লেক্সে ছবির মুক্তি নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। তবে শেষমেষ সব বাধা কাটিয়ে হলে আসছে সূর্যবংশী, এমনি খবর জানা গিয়েছে।
এতদিন টানা ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অক্ষয় ক্যাটরিনা। অমিতাভ বচ্চনের ‘কউন বনেগা ক্রোড়পতি’র খেলায় যোগ দিয়ে তাক লাগিয়েছিলেন, এবার ‘কপিল শর্মা শো’ তে এসেও আসর জমিয়ে দিলেন অক্ষয় ক্যাটরিনা। সেখানেই এক গোপন অথচ মজার তথ্য ফাঁস করলেন আক্কি। শুটিং ফ্লোরে নাকি ক্যাটরিনার হাতে চড় খেতে হয়েছিল তাঁকে।
অক্ষয় জানান, ছবিতে একটি দৃশ্য আছে যেখানে অক্ষয়কে সপাটে চড় মারেন ক্যাটরিনা। সেই দৃশ্যে রিটেকের কোনো সুযোগ ছিল না। একবারেই নিখুঁত শট দিতে হত। যাতে দেখে মনে হয় চড়টা আসল তাই সত্যি সত্যিই অক্ষয়কে থাপ্পড় মেরে বসেছিলেন অভিনেত্রী। বুঝুন কাণ্ড!
‘নমস্তে লন্ডন’, ‘দে দনা দন’, ‘হমকো দিওয়ানা কর গ্যায়ে’, ওয়েলকাম’, ‘তিস মার খান’ এবং সূর্যবংশী নিয়ে ছয়টি ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধলেন ক্যাটরিনা। বহুবার পর্দায় রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁদের। অভিনেত্রী জানান, এখন আর বেশি পরিশ্রম করতে হয় না তাঁদের। রসায়ন এমনি এমনিই জমে যায়।
মাস খানেক আগেই মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষনা করা হয়েছিল ২২ অক্টোবর থেকে খুলবে সব প্রেক্ষাগৃহ। সূর্যবংশীই প্রথম ছবি যা হল খোলার পর প্রথম চলবে পর্দায়। এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য, প্রায় দু বছর পর একটা বড় সংখ্যক দর্শককে হলমুখী করা।
দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে প্রেক্ষাগৃহের ১০০ শতাংশ আসনই খুলে দেওয়া হয়েছে। উপরন্তু দিওয়ালির সপ্তাহেই মুক্তি পাচ্ছে ছবি। সব মিলিয়ে প্রথম দিনেই ভাল ব্যবসার আশা দেখতে পাচ্ছেন ফিল্ম সমালোচকরা। রিপোর্ট মানলে, প্রথম দিনেই ১৫-২০ কোটি টাকার ব্যবসা করতে পারে সূর্যবংশী।
জানা যাচ্ছে, ভারতের ১৬০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ‘বেল বটম’। সূর্যবংশীর বেলায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০০ অর্থাৎ দ্বিগুণ। বলা হচ্ছে রোহিত শেট্টি কপ সিরিজের ছবি গুলির মধ্যে সূর্যবংশীর মুক্তিই সবথেকে বড় হবে। পাশাপাশি ভারতের বাইরেও প্রায় ১০০০ টি স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। সূত্রের খবর, ভারতে প্রথম দিনের শোয়ের জন্য আগাম টিকিট বুক হয়েছে ৩৮ লক্ষ।