বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হয়েছে জামিন পেয়েছেন আরিয়ান খান (aryan khan)। গত বৃহস্পতিবার জামিনের আবেদন মঞ্জুর হয় তাঁর এবং ক্রুজ শিপ মাদক কাণ্ডে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার। কিন্তু শুক্রবার আইনি কাগজপত্র পৌঁছানোয় দেরি হয়ে যাওয়ায় শনিবার আর্থার রোড জেল থেকে মুক্তি পান শাহরুখ পুত্র। তবে জামিন পেলেও কিছু শর্ত এবং নিষেধাজ্ঞা মেনে চলতে হচ্ছে আরিয়ানকে।
সেই মতোই শুক্রবার ফের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দফতরে এসে হাজিরা দেন আরিয়ান। বম্বে হাইকোর্টের শর্ত মতো জামিনের পর প্রতি শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে NCB র দফতরে হাজিরা দিতে হবে আরিয়ানকে। সেই শর্ত মেনেই শুক্রবার দফতরে হাজিরা দিলেন তিনি। গত বছর মাদক কাণ্ডে প্রায় এক মাস বাইকুল্লা জেলে থাকতে হয়েছিল রিয়া চক্রবর্তীকে। জামিন পাওয়ার পর তাঁকেও শুক্রবার করে NCB র দফতরে হাজিরা দিতে দেখা যেত।
মোট ১৪ টি শর্তের বিনিময়ে আরিয়ানের জামিন মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট। বিদেশে যেতে পারবেন না তিনি। তাঁর পাসপোর্ট জমা রয়েছে বিশেষ আদালতের কাছে। বিশেষ অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান। এমনকি মুম্বই পর্যন্ত ছাড়তে পারবেন না তিনি। এ জন্য তদন্তকারী অফিসারের অনুমতি লাগবে আরিয়ান। মাদক মামলায় আদালতে হওয়া কথোপকথন নিয়ে না সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন আর না নেটমাধ্যমে কিছু লিখতে পারবেন না।
এই মামলায় জামিন প্রাপ্ত অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। প্রমাণ নিয়ে কোনো রকম কাটাছেঁড়া করতে পারবেন না তিনি। খান পরিবার সূত্রে খবর, আগামী দু তিন মাস পর্যন্ত নাকি সবরকম পার্টি, নাইট আউটে যাওয়াও বন্ধ আরিয়ানের। আপাতত ছেলের জন্য একজন ব্যক্তিগত দেহরক্ষীর খোঁজ করছেন শাহরুখ যে সবসময় আরিয়ানের ছায়াসঙ্গী হয়ে থাকবে।