ভারতের সমর্থনে বড় বয়ান রশিদ খানের, নিউজিল্যান্ডকে হারানোর নিলেন পণ

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ৬৬ রানের এই বড় হারের ফলে নেট রানরেটের অনেকটা পিছিয়ে পড়েছে আফগানিস্তান। যদিও এখন তারা রয়েছে দ্বিতীয় স্থানে তবে তাদের নেট রানরেট এখন +১.৪৮১। তাদের এর পরের ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে, সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে আফগানিস্তানকে।একইসঙ্গে তারা এই ম্যাচ জিততে পারলে লাভ হবে ভারতেরও। কারণ তখন সেমিফাইনালের লড়াইয়ে ফের একবার ফিরে আসবে বিরাট বাহিনী।

এবার এই মরণ বাচন লড়াই শুরুর আগে বড় বয়ান দিলেন আফগান তারকা রশিদ খান। ভারতের কাছে এই বড় হার তাদের দলের ওপর কতখানি প্রভাব ফেলবে তা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি না এতে দলের মনবলে খুব একটা প্রভাব পড়বে। আমরা জানি ভারত বড় দল, সেই অনুযায়ী আমরাও আমাদের প্রস্তুতি নিয়েছি। একইসঙ্গে তিনি জানান, “নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য কোয়ার্টার ফাইনাল হতে পারে। আমরা জিতলে ভালো রান রেটের কারণে সেমিফাইনালে উঠতে পারব।”

এই কিংবদন্তির স্পিনার আরও বলেন, আমরা পুরো খেলাটি উপভোগ করতে চাই। কারণ আমরা যদি খেলাটা উপভোগ করি তবেই ভালো পারফর্ম করতে পারব। প্রসঙ্গত উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান যদি কোনভাবে জয় তুলে নিতে পারে তাহলে ভারত-নিউজিল্যান্ড এবং আফগানিস্তান তিনটি দলই পৌঁছে যেতে পারে ৬ পয়েন্টে। সেক্ষেত্রে নেট রান রেটের মাধ্যমে বিচার হবে কোন দল পৌঁছাবে শেষ চারে।

IMG 20211028 194913

এমনকি ভারতের বিরুদ্ধে হার হলেও নেট রান রেট এর কথা যে সব সময় মাথায় রেখেছিল তার দল, তাও জানাতে ভোলেননি রশিদ। তিনি বলেন, “আমরা কয়েকটি উইকেট হারানোর পর থেকেই এটা আমাদের মাথায় ছিল এবং সেই কারণেই আমরা সর্বোচ্চ রান করার লক্ষ্য নিয়েছিলাম। আমাদের ফোকাস ছিল নেট রান রেটের দিকে, যা নির্ণায়ক হতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ভারতের বিরুদ্ধে আরও বড় হার হতে পারত আফগানিস্তানের। কিন্তু অধিনায়ক নাবি এবং করিমের লড়াইয়ে ১৪৪ রানে পৌঁছায় আফগানিস্তান। এখন ৭ নভেম্বর তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সেই ম্যাচই নির্ণয় করবে ভারত এবং আফগানিস্তানের ভাগ্য।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর