বাংলাহান্ট ডেস্কঃ যেন কেরালার ছায়া এবার বাংলাতেও (west bengal)! কেরালার গর্ভবতী হাতিকে বিস্ফোরক আনারস খাইয়ে তার মর্মান্তিক পরিণতির কথা এখনও সকলের স্মৃতিপটে উদ্বভাসিত। আর এরই মধ্যে দীপাবলির মরশুমে বাংলা থেকে এক নৃশংস ঘটনা প্রকাশ্যে এল।
এই উৎসবের মধ্যে দেখা গিয়েছে আদালতের নির্দেশিকা অমান্য করেই, দেদার শব্দবাজি ফাটানো চলেছে চারিদিকে। দীপাবলির উৎসবে মেতে উঠে, চারিদিকে চলছে বাজি ফাটানোর ধুম। তবে বাজি ফাটিয়ে আনন্দ করার পরিণতি যে কতোটা ভয়ঙ্কর হতে পারে, তা টের পেল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর (kharagpur) শহরের খরিদা এলাকাবাসী।
উৎসবের মরশুমেই গুরুতর আহত হল এক পশু। এক পথ কুকুরের পায়ে বেঁধে বাজি ফাটিয়েই যেন পৈশাচিক আনন্দ অনুভব করল একদল মানুষ। এই ঘটনায় ওই কুকুরটির একটি পা উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। বর্তমানে পশুপ্রেমীরা রয়েছেন পশুটির দেখভালের দায়িত্বে।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের খরিদা এলাকায়। জানা গিয়েছে, একদল মানুষ ওই এলাকার একটি কুকুরের পায়ে বাজি বেঁধে, তা ফাটিয়ে দেয়। যার ফলে কুরকুরটির সারা শরীর ক্ষতবিক্ষত হওয়ার সঙ্গে সঙ্গে একটি পাও উড়ে যায়। এরপরই স্যোশাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়।
খবর পেয়ে কুকুরটিকে চিকিৎসার জন্য নিয়ে যায় পশুপ্রেমীরা। তাঁদের দাবী, এই ঘটনায় যারা দোষী, তাঁদের অবিলম্বে খুঁজে গ্রেফতার করুক খড়গপুর টাউন থানার পুলিশ। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে থাকলেও, এখনও পর্যন্ত কারা দোষী তা জানতে পারা যায়নি।